• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কেন মোদীকে বিশ্বাস করেন না কৃষকরা? 'অসত্যাগ্রহের' ইতিহাস তুলে ধরলেন রাহুল গান্ধী

ফের কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন মূল্যবৃদ্ধি ও কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ। মঙ্গলবার ও বুধবার দুটি টুইট করে তিনি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। টুইটারে তিনি লিখেছেন, 'মোদীজির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা আর তাঁর কথা বিশ্বাস করেন না।'

মোদী সরকারের সমালোচনায় টুইট করেন রাহুল

মোদী সরকারের সমালোচনায় টুইট করেন রাহুল

সোমবার ছিল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তার আগের দিনই বিদেশে চলে যান রাহুল গান্ধি। তা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতেই মঙ্গলবার একটি সংবাদ প্রতিবেদনকে উল্লেখ করে মোদী সরকারের সমালোচনায় টুইট করেন রাহুল। ওই প্রতিবেদনে নভেম্বরে দেশে বেকারত্বের হিসেব রয়েছে। টুইটে রাহুল লেখেন, 'যুবকদের উপর বেকারত্বের আঘাত, সাধারণ মানুষ মূল্যবৃদ্ধিতে জেরবার, বন্ধুদের (মিত্রোঁ) জন্য আইন করে কৃষকদের উপর আঘাত, এটাই মোদি সরকার।'

মোদীর 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাস

মোদীর 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাস

এর পর বুধবার রাহুল ক্ষমতায় আসার আগে ও পরে নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রতিশ্রুতি ও বক্তব্য উল্লেখ করে আরও একটি টুইট করেন। ওই টুইটের শেষে তিনি লিখেছেন, 'মোদীজির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা আর তাঁর কথা বিশ্বাস করেন না।' মোদী সরকারের বিরুদ্ধে প্রায়ই টুইট করে সমালোচনা করেন ও নানা ধরনের অভিযোগ করেন রাহুল গান্ধী।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন জারি

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন জারি

তাছাড়া তাঁকে মোদী বিরোধী আন্দোলনে নামতেও দেখা যায়। মোদী সরকারের নতুন কৃষক আইন নিয়ে আন্দোলনে নেমেছে দেশের ৪০টি কৃষক সংগঠন। কংগ্রেসও কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে। রাহুল গান্ধি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এই নিয়ে দেখা করেছেন। এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন।

চিন-পাক 'ষড়যন্ত্রে' কাশ্মীরকে যুক্ত করতে চাইছেন মেহবুবা! পিডিপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক

English summary
Rahul Gandhi snubbed Narendra Modi for his Asatyagraha and reasoned it for farmers distrust
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X