বর্ষ শেষেও করোনা থাবা! প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ স্থগিত, করোনা আক্রান্ত ১৮!
ম্যাঞ্চেস্টার সিটিতে করোনা হানা। বছর শেষে সিটির চারজন ফুটবলার করোনা আক্রান্ত। ফলে ম্যাঞ্চেস্টার সিটি বনাম এভার্টন, প্রিমিয়ার লিগের এই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।

ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগে করোনায় কথা জানা যায়
এভার্টনের বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘন্টার আগে পেপ গুয়ার্দিওলার শিবিরের পক্ষ থেকে দলের করোনা ধাক্কার কথা লিগ কর্তৃপক্ষকে জানানো হয়। ম্যাঞ্চেস্টার সিটি তাদের অসহতায়তার কথা তুলে ধরে।

২৫ ডিসেম্বর চার ফুটবলারের করোনা
২৫ ডিসেম্বর সিটির চার ফুটবলার করোনায় সংক্রমিত হন বলে জানানো হয়। এই চার ফুটবলারের তালিকায় গ্যাব্রিয়েল জেসুস, কাইল ওয়াকার রয়েছেন। এছাড়াও দলের আরও দুই ফুটবলারের কোভিড রিপোর্ট পসিটিভ এসেছে।

২০০০ দর্শকের সামনে ম্যাচ হওয়ার কথা ছিল
গুডিসন পার্কে এই ম্যাচটি ২০০০ দর্শকের সামনে হওয়ার কথা ছিল। যদিও করোন ধাক্কার ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। উল্লেখ্য প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনও ক্লাব একমাত্র ১৪ জনের দল করতে না পারলেই ম্যাচ বাতিল হতে পারে। তাই ম্যান সিটি দলে ঠিক কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

প্রিমিয়ার লিগে মোট ১৮ জন আক্রান্ত
অন্যদিকে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে এ সপ্তাহে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখানেই বড় অনুমান, তাঁদের প্রত্যেকেই স্বম্ভবত ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার।