জয়পুর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন৷ বুধবার রাজস্থানের সোরওয়ালে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে৷ তবে তাঁর কিছু হয়নি বলে টুইটারে নিজেই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

এদিন পরিবারের সঙ্গে গাড়িতে করে রাজস্থানের রণথাম্ভরে যাচ্ছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার৷ কিন্তু যাওয়ার পথে কোটা মেগা-হাইওয়েতে সোরওয়াল পুলিশ স্টেশনের কাছে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়৷ গাড়িতে থাকা একজনেরই সামান্য চোট লেগেছে৷ তবে আজহারউদ্দিন ও তাঁর পরিবারের কিছু হয়নি৷ তাঁদের অন্য একটি গাড়িতে করে কাছের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়৷ পরে সেখান থেকে অন্য একটি গাড়িতে করে গন্ত্যবে পৌঁছন৷

দুর্ঘটনার কথা জানিয়ে নিজেই টুইট কর জানিয়েছেন আজহার৷ তিনি লেখেন, ‘শুভ সন্ধ্যা৷ আজ একটা ছোট দুর্ঘটনার কবলে পড়েছিলাম৷ আমি ভালো ও সুরক্ষিত আছি৷ সবাই যে আমার জন্য চিন্তিত ও উদ্বিগ্ন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ৷’

কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ইডেন পরিদর্শনে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে ইডেন ঘুরেও দেখেন আজহার৷ গত সপ্তাহে আমদাবাদে বোর্ডের ৮৯ তম বার্ষিক সাধারণ সভায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন তিনি৷

সভার আগের দিন জয় শাহ একাদশের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের বিরুদ্ধে মোতেরা স্টেডিয়ামে একটি ফ্রেন্ডলি ম্যাচও খেলেছিলেন আজহার৷ ৩৭ রানের ইনিংস খেলে সেদিন সৌরভের দলকে হারিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার ম্যাচ-গড়াপেটা নির্বাসন কাটিয়ে আবার ক্রিকেটের মুলস্রোতে ফিরেছেন৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।