বিরাট না রাহানে, আগামী দিনে টেস্টে অধিনায়ক কে? কী উত্তর দিলেন সৌরভ
রাহানের নেতৃত্বে মেলবোর্নে দুরন্ত জয় ভারতের। যারপর, ভারত অধিনায়ককে নিয়ে ক্রিকেট বিশ্বে প্রশংসা শুরু। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিংয়ের চমক, সেই সঙ্গে ব্যাটে শতরান হাঁকিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে সিরিজে ফিরিয়েছেন রাহানে। টেস্টে নেতা হিসেবে জয়ের হ্যাটট্রিক করে ধোনির বিরল নজিরও ছুঁলেন। যারপর আগামী দিনে কী বিরাটের পরিবর্তে রাহানকে টেস্টে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে, সেই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

বিশ্বের একাধিক দেশ ভিন্ন ফর্ম্যাটের জন্য ভিন্ন নেতার ধারণায় বিশ্বাসী। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারে অ্যারন ফিঞ্চ আর টেস্ট টিম পেইন অধিনায়কত্ব করেন। আবার ইংল্যান্ডে ইয়ন মর্গ্যান দলকে ২০১৯ সালে বিশ্বকাপ দিয়েছেন, টেস্টে জো রুট ব্রিটিশ দলকে নেতৃত্ব দেন। ওয়েস্ট ইন্ডিজেও দুই ফর্ম্যাটের ভেদে আলাদা নেতা রয়েছে। বিরাটের অনুপস্থিতি দলের দায়িত্ব নিয়ে রাহানে দারুণ রেজাল্ট করার আগামী দিনে সীমিত ওভার ও টেস্টের জন্যে ভারতেও আলাদা অধিনায়ক হওয়ার উচিত কিনা, সেই নিয়ে ক্রিকেটমহলে কথা উঠছে।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এমন কোনও জল্পনা জিইয়ে রাখলেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়া সৌরভ বলেন, 'মেলবোর্নে রাহানে দারুণ নেতৃত্ব দিল। বিরাটহীন, শামিহীন ভারত অস্ট্রেলিয়াকে এমন দাপটের সঙ্গে হারাল। এই টেস্টে ভারতের ঐতিহাসিক জয়। এতে দলের প্রত্যেক ক্রিকেটার একা হাতে ম্যাচ জেতাতে পারে, এই আত্মবিশ্বাস তৈরি হবে। বিরাট-রাহানের অধিনায়কত্বের তুলনায় যাব না, রাহানেও দারুণ নেতৃত্ব দিয়েছে। সিরিজে প্রত্যাবর্তন করল ভারত। তবে বিরাটই ভারতের অধিনায়ক থাকছে। রোহিত যখন এসেছে সীমিত ওভারে ওকেও দারুণ নেতৃত্ব দিতে দেখছি। এটাই ভারত, যেখান দারুণ সব প্রতিভা রয়েছে। যে যখন সুযোগ পাচ্ছে নিজেকে প্রমাণ করছে। '
মেলবোর্নে নতুন সূর্যোদয়, বিরাটহীন ভারতের জয় থেকে সিরিজের ভাগ্য নিয়ে কী বললেন সৌরভ