• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আসাদউদ্দিনের মিমের প্রার্থী ঘোষণা! একুশেই বাংলার পর যোগী-মোদী-শাহের গড়ে এআইএমআইএম

  • |

বিহার নির্বাচনে প্রবলভাবে লাইমলাইট কেড়ে নেওয়ার পর আসাদউদ্দিন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে যেমন নজর রেখেছে, তেমনই বিভিন্ন রাজ্যের স্থানীয় নির্বাচন ঘিরে দাপট পোক্ত করা আসাদউদ্দিন এখন জাতীয় রাজনীতির ফোকাসে। এমন এক পরিস্থিততে কট্টর গেরুয়া বিরোধী হিসাবে পরিচিত আসাদ এবার মোদী শাহের গড়ে পা রাখতে চলেছে।

 মোদী শাহের গড়ে আসাদ

মোদী শাহের গড়ে আসাদ

সামনেই জানুয়ারি কিম্বা ফেব্রুয়ারির মাঝেই মোদী শাহের গড়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। আর সেখানেই ২০২২ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পোক্তভাবে পা রাখার চেষ্টা করছেন আসাদউদ্দিন ওয়েইসি। সেখানে তারা বিটিপির সঙ্গে জোট গড়ে স্ট্রাইক হাতে রাখতে চাইছে। এই জোট নিশ্চিত করতে আসাদউদ্দিন খুব শীঘ্রই যাচ্ছেন গুজরাতে।

 প্রার্থী দিল মিম

প্রার্থী দিল মিম

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তাতেই প্রার্থী দিচ্ছে এআইএমএম। ইতিমধ্যেই সেই নির্বাচনের জন্য মিম বেছে নিয়েছে ডক্টর আবদুল কালামকে। যিনি পেশায় একজন চিকিৎসক। তবে তার আগে যোগীরাজ্যের স্থানীয় নির্বাচনে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি মিমকে। তবে ২০২২ এর লক্ষ্যে এবার মিম এগিয়ে যেতে শুরু করেছে যোগীগড়ের বুকে।

গুজরাতে কোথায় ফোকাস মিমের

গুজরাতে কোথায় ফোকাস মিমের

মিমের তরফে জানানো হয়েছে, তারা গুজরাতের আমেদাবাদ ও ভারুচে তারা লড়াই করতে চলেছে। এই জোরদার লড়াইয়ে ৬ টি পুর এলাকা থাকছে। যারমধ্যে ৫৫ টি পুরসভা। ৩১ টি জেলা পঞ্চায়েত ও ২৩১ টি তালুক পঞ্চায়েত থাকবে।এই ভোট অক্টোবর -নভেম্বরে হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায় কোভিডের কারণে।

 মিমের ফোকাসে বাংলা

মিমের ফোকাসে বাংলা

বিহারে ভোট কাটওয়া হিসাবে মিমের নাম উঠে আসলেও, তাকে পরওয়া না করেই বাংলায় ভোট যুদ্ধে ঝাঁপাচ্ছে মিম। শীঘ্রই রাজ্যে মিম প্রধান আসাদউদ্দিনের সফরের কথা রয়েছে। যেখানে তিনি ২৩ জেলা ঘুরে প্রার্থী ঘোষণা করবেন। শোনা যাচ্ছে বাংলায় ২৯৪ আসনে মিম ৭০ টি প্রার্থী দিতে পারে।

English summary
After West Bengal politics Aimim to enter in Gujarat and Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X