জন জোয়ারে অমিতকে ১০ গোল দিলেন মমতা, ফুঁসছে বিজেপি, আক্রমণে কী বললেন জয়প্রকাশ
জনজোয়ারে ভাসল বোলপুর। ডাক বাংলো মাঠ থেকে জাম্বুনি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হেঁটেছেন লক্ষ লক্ষ মানুষ। অনায়াসেই অমিত শাহের রোড শো-কে ১০ গোল দিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর আড়াই লক্ষ জনতা আনার চ্যালেঞ্জকে ছাপিয়ে গিয়েছে মমতার এই পদযাত্রা। দ্বিগুণ উত্তেজনায় জাম্বুনির মঞ্চ থেকে একের পর এক আক্রমণে বিজেপিকে বিঁধেছেন মমতা। চুপ করে থাকেনি বিজেপিও। পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার বলেছেন, বিভেদের রাজনীতি বাংলায় এনেছে তো মমতা। রাজ্যে একের পর এক দাঙ্গা হয়েছে মমতার আমলেই।

অমিতকে ১০ গোল মমতার
সকাল থেকে উৎসবের আমেজ ছিল বোলপুর শহরে। তৃণমূলের পতাকা, ফেস্টুন ব্যানার, ট্যাবলো, বেলুন, বাউল তার সঙ্গে রবীন্দ্র সংগীত শিল্পী। কি ছিল না মমতার পদযাত্রায়। যাকে বলে একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা। ধামসা, মাদল নিয়ে আদিবাসীরা সামিল হয়েছিলেন মমতার মিছিলে। ডাকবাংলো মাঠ থেকে একেবারে জাম্বুিন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় হেঁটে পৌঁছন মমতা। তাঁর সঙ্গে পা মেলান লক্ষ মানুষ। এক কথায় বলা চলে অমিত শাহকে ১০ গোল দিয়েছেন মমতা।

অনুব্রতর চ্যালেঞ্জ
অনুব্রত মণ্ডল চ্যালেঞ্জ দিয়েছিলেন ৩ লক্ষ মানুষ সামিল হবেন মমতার মিছিলে। সেই চ্যালেঞ্জ পূরণ করেছেন তিনি। ৩ লক্ষ মানুষ এদিন সামিল হয়েছিলেন মমতার পদযাত্রায়। সকলেই বোলপুর সাবডিভিশনের। বাইরের জেলা বা রাজ্য থেকে একজনও আসেননি এই মিছিলেন এমনই দাবি করেন অনুব্রত। বিজেপির মিছিলে বাইরের রাজ্য এবং জেলা থেকে লোক আনা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন অনুব্রত। অমিত শাহের মিছিলে এই বিপুল জনসমাগম হয়নি। মিছিল হয়েছিল ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত।

বিজেপিকে আক্রমণ মমতার
রাজ্যে এসে ভেক কথা বলছেন বিজেপি নেতারা। বাইরের সংস্কৃতি বাংলায় আমদানি করছেন বিহারাগতরা। সরাসরি বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা। বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির মার্কা মারা বলে কটাক্ষ করেছেন মমতা। গতকাল বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিয়েছে পূর্ত দফতর। পাঁচিল তোলা নিয়েও বিভেদের রাজনীতির ইঙ্গিত করে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ঘৃণ্য বিদ্বেষমূলক রাজনীতি করে বলেও আক্রমণ করেছেন মমতা।

পাল্টা আক্রমণ জয়প্রকাশের
মমতাকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার। তিনি অভিযোগ করেছেন বাংলায় বিভেদে রাজনীতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তিনিই ধর্মীয় ভেদাভেদ তৈরি করেছেন। তাঁর শাসন কালেই বাংলায় একের পর এক দাঙ্গা হয়েছে। কালিয়াচক থেকে দেগঙ্গা, সর্বত্র ধর্মীয় হানাহানি বেড়েছে। মমতাই রাজ্যে তৈরি করে দিয়েছেন রাজনৈতিক বিদ্বেষ। বিজেপির কোনও ভূমিকাই তাতে নেই। এবার মমতাকে বাংলার মানুষ দরজা দেখিয়ে দেবেন বলেও আক্রমণ শানিয়েছেন জয়প্রকাশ মজুমদার।