শুভেন্দু-রাজীবের পর 'স্যারের অনুগামী' পোস্টার সিঙ্গুর জুড়ে! দলবদলের জল্পনা চড়তেই তৃণমূল বিধায়ক কী বললেন
একবার তিনি বিস্ফোরক বক্তব্যে বলেছিলেন, অন্য দলের থেকে অনেকেই তাঁর সঙ্গে সম্পর্ক রাখছেন। এরপরেও বেচারাম বনাম রবীন্দ্রনাথ পারদ চড়ে সিঙ্গুরের বুকে। এমন এক পরিস্থিতিতে সিঙ্গুর জুড়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে পোস্টার পড়তে শুরু করল।

'আমরা স্যারের অনুগামী'
রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় সিঙ্গুর জুড়ে। 'দাদার অনুগামী' , 'দাদার ভক্ত' সহ একাধিক পোস্টারের পর এবার 'আমরা স্যারের অনুগামী' পোস্টারে ছয়লাপ সিঙ্গুর। শুধু তাই নয়, আনন্দনগর তৃণণূল কংগ্রেস কমিটির ফেসবুক পেজেও এমন পোস্টার দেখা যায়।

'আমি গর্ব অনুভব করি'
এদিকে রবীন্দ্রনাথের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বেশ কয়েকদিন ধরেই একাধিক জল্পনা তুঙ্গে ওঠে। এরই মাঝে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে পোস্টার পড়ার বিষয়টি নিয়ে সিঙ্গুরের বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন ,'আমার অনুগামী বলে কেউ প্রচার করলে, আমি গর্ব অনুভব করি। '

রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও তৃণমূলের দ্বন্দ্ব
প্রসঙ্গত, বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অন্দরে কোন্দল শুরু হয় ব্লক সভাপতি নিয়োগের দ্বন্দ্ব নিয়ে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী মহাদেব দাসকে সরিয়ে বেচারাম মানান ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে এখানকার ব্লক সভাপতি করা হয়। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সিঙ্গুরের বিধায়ক।

রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি দলবদল করছেন?
রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এই পোস্টার বিতর্কের পরই প্রশ্ন করা হয় , দলবদল নিয়ে। তিনি যার জবাবে সাফ জানান, 'দলবদলের কোনও কথা উঠছে না। ' রাজীবের পর তিনিও যাবতীয় জল্পনায় জল ঢেলে সাফ জানান, যে তিনি তৃণমূল ছেড়ে আপাতত যাচ্ছেন না।
'দিদিকে হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না', মমতার মঞ্চে গাইলেন বাসুদেব বাউল, রং বদলে জুড়ল নতুন শব্দ