• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গেরুয়া তিলক নিয়ে শুভেন্দুর বার্তা 'ভাঁওতাবাজি নয়,পরিবর্তনের পরিবর্তন' ! মমতা শিবিরকে চরম খোঁচা বিজেপি নেতার

বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন প্রথমবার নিজের হোম টার্ফ নন্দীগ্রামে পা রাখলেন এলাকার দোর্দন্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী। এককালে এই এলাকারই রাজনৈতিক প্রতিনিধি ছিলেন তিনি। এবার সেই শুভেন্দু নন্দীগ্রামে জনসভা করতেই বিশাল জনসমুদ্র দেখা যায় এলাকা জুড়ে । আর সেখানেই ফের একবার তাঁর প্রাক্তন দল তৃণমূলকে নিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু।

'ভাঁওতাবাজিতে কাজ হবে না'

'ভাঁওতাবাজিতে কাজ হবে না'

হুড খোলা জিপে তখন লোকে লোকারণ্য। মানুষে টইটম্বুর তাঁর সামনের রাস্তা, এমন এক ভিড় থেকে শুভেন্দু অধিকারী মুখ খুলেই 'বহুজন হিতায়'র বার্তা দেন। এরপরই তিনি বলেন, 'ভাঁওতাবাজিতে কাজ হবে না, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে'। ফলে তাঁর দাবি পরিবর্তনের পরিবর্তন হবে।

তৃণমূলের 'পাড়ায় পাড়ায় সরকার' নিয়ে বক্তব্য

তৃণমূলের 'পাড়ায় পাড়ায় সরকার' নিয়ে বক্তব্য

তৃণমূলের পাড়ায় পাড়ায় সরকার কর্মসূচি নিয়ে শুভেন্দু বলেন, ' বছর পর মনে পড়েছে, পাড়ায় পাড়ায় সরকার! ভাঁওতাবাজ!' এর আগে সৌগত রায়ের মন্ত্বয নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ওঁদের কোনও বক্তব্যের আমি উত্তর দিতে চাইনা।'

শুভেন্দুর সভায় আসতে বাধা

শুভেন্দুর সভায় আসতে বাধা

এদিকে খবর, শুভেন্দুর সভায় যোগদান করতে আসা বিদেপি কর্মীদের ওপর এদিন চড়াও হয় তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ করেছে বিজেপি। বহু জায়গায় গাড়ি ভাঙচুর করা হয় বলে খবর।

 শুভেন্দুর সোচ্চার বার্তা শিক্ষকদের নিয়ে

শুভেন্দুর সোচ্চার বার্তা শিক্ষকদের নিয়ে

এদিকে, শুভেন্দু অধিকারী নিজের গড়ে এদিন বজরংবলীর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় শুভেন্দুকে প্রশ্ন করা হয় রাজ্যে শিক্ষকদের আন্দোলন নিয়ে। তিনি সাফ জানান, শিক্ষকজদের আ্দোলনের দাবি দাওয়া তিনি শুনেছেন। জনপ্রতিনিধি হিসাবে তাঁর মনে হয়েছে, সমস্ত দাবি যুক্তি যুক্ত। আলোচনার মাধ্য়মে এই সমস্য়ার সমাধান করা যাবে বলে তিনি বার্তা দেন।

শুভেন্দু ফাটল চওড়া করে দিচ্ছেন তৃণমূলে! নন্দীগ্রামে অরাজনৈতিক সভার আগে আরও এক 'ঘনিষ্ঠ' তৃণমূলত্যাগী

English summary
Suvendu steps into srong turf Nandigram with Hindu jagaran mancha's program
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X