• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার নতুন স্ট্রেনে কি কাজ করবে ভ্যাকসিন, তীরে এসেও তরী ডুববে না তো! কী জানাল CCMB

করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্কে কাঁপছে গোটা দেশ। তার মধ্যেই করোনা ভাইরাসের টিকা প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে গোটা দেশে। নতুন স্ট্রেনে কতটা কাজ করবে ভ্যাকসিন এই নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দোলাচলে রয়েছেন গবেষকরাও। তারই মধ্যে আশার কথা শোনাল সিসিএমবি বা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি। হায়দরাবাদের এই সংস্থা জানিয়েছেন নতুন ট্রেন হলেও করোনার আদি প্রজাতির থেকে বেশি ভয়ঙ্কর নয় অভিযোজিত করোনা ভাইরাস।

কলকাতাঃ কৃষক বিল প্রত্যাহারের দাবিতে রাণী রাসমণিতে বাম ও কংগ্রেসের যৌথ অবস্থান

 করোনার নতুন স্ট্রেনে কি কাজ করবে ভ্যাকসিন

ব্রিটেনে যে নতুন করোনার স্ট্রেনের হদিশ মিলেছে সেটা ভয়ঙ্কর। আগের থেকে ৭১ শতাংশ বেশি সংক্রামক। তবে তার উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়। এমনই দাবি করেছেন সিসিএমবির ডিরেক্টর ডঃ রাকেশ মিশ্র। তিনিই অভয় দিয়ে বলেছেন, করোনা যে নতুন স্ট্রেন দেখা দিয়েছে সেটার উপর সমানভাবেই সক্রিয় হবে করোনা ভ্যাকসিন। তবে তার নিয়ে বেশি সাহসী না হওয়াই ভাল। সাবধান হয়েই থাকতে হবে সকলকে। ভ্যাকসিন কাজ করবে জেনেই বেপরোয়া আচরণ করা ঠিক হবে না।

এদিকে ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চার রাজ্যে চলছে ড্রাই রান। তারমধ্যে গুজরাতের ২ গ্রামও রয়েছে। কলকাতাতেও শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি। এদিকে আবার ব্রিটেন থেকে আসা যাত্রীদের মধ্যে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। এই নিয়ে আতঙ্ক বাড়ছে গোটা দেশে। বর্ষবরণের উৎসবে রাশ টানতে তৎপরতা শুরু করেছে রাজ্যগুলি। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই তৎপর হয়েছে। কলকাতা হাইকোর্টও বর্ষবরণেপ উৎসবে রাশ টানার নির্দেশ দিয়েছে।

English summary
Is Coronavirus vaccine effective on coronavirus new strain explain CCMB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X