• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নন্দীগ্রামে শুভেন্দুর হাইভোল্টেজ সভার মাঝেই দিব্যেন্দু খবরে! শান্তিকুঞ্জের অন্দরে কোন 'ফুল'-অর দাপট অব্যাহত

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সভা থেকে বলেছিলেন, ' শুভেন্দু অধিকারী নিজের ঘরেই পদ্মফুল ফোটাতে পারেননি।' এমন এক প্রেক্ষাপট সঙ্গে নিয়েই প্রশ্ন ছিল যে শুভেন্দু অধিকারীর পরিবারে বাকি ৩ অধিকারী কোন রাজনৈতিক শিবিরের দিকে ঝুঁকেছেন , তা নিয়ে বাংলার বুকে কৌতূহল ছিলই। এবার তা নিয়ে উঠে এল আরও এক খবর।

শুভেন্দুর হাইভোল্টেজ সভা

শুভেন্দুর হাইভোল্টেজ সভা

শুভেন্দু অধিকারী এদিন বিজেপি যোগের পর প্রথমবার নন্দীগ্রামে নিজের পোক্ত গড়ে পা রাখলেন। এককালে যে এলাকার প্রতিনিধি ছিলেন শুভেন্দু সেই এলাকাতেই এদিন পা রেখে তৃণমূলের কর্মসূচি নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। এদিকে , শুভেন্দুর ভাই দিব্যেন্দু দাদার এই হাইভোল্টেজ সভার মাঝে খবরে।

দিব্যেন্দুকে কোথায় দেখা গেল?

দিব্যেন্দুকে কোথায় দেখা গেল?

এদিকে, শুভেন্দুর বিজেপিতে যোগদানের মাঝেই প্রশ্ন উঠতে থাকে শান্তিকুঞ্জের অন্দরের বাকি ৩ তৃণমূল নেতা কোনপথে হাঁটবেন! এমন পরিস্থিতিতে দিব্যেন্দু অধিকারীকে দেখা গেল সরকারী অনুষ্ঠানে। মঙ্গলবার শুভেন্দুর হাইভোল্টেজ সভার আগে সোমবার হস্ত শিল্প মেলায় 'বাংলা মোদের গরব' অনুষ্ঠানে হাজির ছিলেন দিব্যেন্দু।

জল্পনায় জল ঢাললেন দিব্যেন্দু!

জল্পনায় জল ঢাললেন দিব্যেন্দু!

শোনা গিয়েছে, কাঁথির সভায় ফিরহাদ ও সৌগতরা যেভাবে অধিকারী পরিবারের প্রসঙ্গ তুলে 'কাঁথি কারোর জমিদারি নয়' বলে তোপ দাগেন, তা খুব একটা ভালো ভাবে নেয়নি শান্তিকুঞ্জ। তবে তারপর দিব্যেন্দুর এই সরকারী অনুষ্ঠানে যোগদানের পর অধিকারী পরিবারের অন্দরমহল নিয়ে খানিকটা জল্পনার অবসান ঘটল।

শুভেন্দুর কটাক্ষ তৃণমূলের কর্মসূচি নিয়ে , পাল্টা তোপ দিব্যেন্দুর

শুভেন্দুর কটাক্ষ তৃণমূলের কর্মসূচি নিয়ে , পাল্টা তোপ দিব্যেন্দুর

শুভেন্দু অধিকারী এদিন তৃণমূলের 'পাড়ায় পাড়ায় সরকার' নিয়ে প্রবল কটাক্ষ শানান। বলেন, সাড়ে ৯ বছর পর এই কর্মসূচির কথা মনে পড়ল তৃণূলের। এদিকে,তাঁরই ভাই দিব্যেন্দু তৃণণূলের কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, ' আমায় দলের কোনও কর্মসূচিতে ডাকা হলে পাওয়া যাবে।' তিনি সরকারের জনমুখী প্রকল্পের প্রশংসাও করেন।

পাড়ায় পাড়ায় সরকারে লাভ নেই, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলা! নন্দীগ্রামের হামলা নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

English summary
While BJP leader Suvendu Adhikari is in Nandigram his brother Dibyendu is in TMC's program
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X