• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সত্যি হল আশঙ্কা! নতুন বছরের আগেই 'বিলাতি করোনা' স্ট্রেনের হানা ভারতে

কয়েকদিন আগেই ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। তা নিয়ে আতঙ্কের মাঝেই এবার ব্রিটেন ফেরত ছ'জনের শরীরে মিলল এই স্ট্রেনের খোঁজ। কেন্দ্র এদিন জানায়, ব্রিটেন ফেরত ছয় ভারতীয়র শরীরে মিলল করোনার ভাইরাসের নতুন স্ট্রেন। কয়েকদিন আগেই এই ছ'জন ব্রিটেন থেকে দেশে ফেরেন। আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে , তাঁদের প্রত্যেকের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে।

করোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে

করোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে

সম্প্রতি ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। যার ফলে করোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ইতালি, ডেনমার্ক, জার্মানি, কানাডা, জাপান, স্পেন, সিঙ্গাপুরে এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। দেশে যাতে এই নতুন স্ট্রেন না ছড়ায় তার জন্য ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

শেষ রক্ষা হল না

শেষ রক্ষা হল না

কিন্তু এই পদক্ষেপ গ্রহণের পরও শেষ রক্ষা হল না। পরিষেবা বন্ধের আগে ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত যাঁরা ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন তাঁদের মধ্যে থেকে প্রায় ১১৪ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্য়ে ছ'জনের দেহে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে।

ব্রিটেন ফেরত যাত্রীদের খোঁজ মিলছে না

ব্রিটেন ফেরত যাত্রীদের খোঁজ মিলছে না

এদিকে আরও আশঙ্কার বিষয় হল তেলাঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে বিলেত ফেরত যাত্রীদের খোঁজ মিলছে না। জানা গিয়েছে গত কয়েক দিনে কম করে ২৭৯ জন প্যাসেঞ্জার ব্রিটেন থেকে তেলেঙ্গানা ফিরেছেন এর মধ্যে। তেলেঙ্গানার স্বাস্থ্য দফতর জানিয়েছে, তাঁরা প্রত্যেকেই আপাতত 'নিরুদ্দেশ'।

ভুল ফোন নাম্বার ও ঠিকানা দিয়েছেন যাত্রীরা

ভুল ফোন নাম্বার ও ঠিকানা দিয়েছেন যাত্রীরা

তেলেঙ্গানার পুলিশ জানিয়েছে, ব্রিটেন থেকে দেশে আসা ২৭৯ জনের মধ্যে ১৮৪ জনই ভুল ফোন নাম্বার ও ঠিকানা দিয়েছেন। যার ফলে তাঁদের কাউকেই প্রশাসন খুঁজে বের করতে পারছে না। ৯২ জন ব্রিটেন থেকে ফিরে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে গিয়েছেন। তাই তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরাও ঠিকানা ও ফোন নম্বর ভুল দিয়ে গিয়েছেন।

English summary
6 Indians who returned from Britain infected with new UK coronavirus strain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X