• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চিনা সেনার 'ভোলবদল'! বেজিংয়ের টালবাহানায় থমকে লাদাখ ইস্যুতে শান্তি আলোচনা

লাদাখ সীমান্তে ভারত-চিন সেনার শান্তি আলোচনা হঠাৎই থমকে গিয়েছে। কারণ চিনা সেনার ওয়েস্টার্ন কমান্ডের কমান্ডার বদলের পর থেকেই চিনা সেনার অন্দরে বদল হচ্ছে। এবং নতুন কমান্ডার দায়িত্ব গ্রহণের পরই ৯বম দফার বৈঠকে বসবে ভারত-চিন সেনা, এমনই তথ্য মিলছে সূত্র মারফত। যদিও নতুন এই কমান্ডার ভারতের সঙ্গে কেমন আচরণ হবে, তা নিয়ে ধন্দ রয়েছে।

পশ্চিম থিয়েটারের কম্যান্ডার বদল

পশ্চিম থিয়েটারের কম্যান্ডার বদল

কয়েকদিন আগেই পশ্চিম থিয়েটারের কম্যান্ডার জেনারেল ঝাও জঙ্গকিকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এই সেনা কমান্ডারই লাদাখে ঝামেলার সৃষ্টি করেছিলেন। চিনের রাষ্ট্রপতি শি জিনপিং তাঁকে সরিয়ে দেওয়ায় জল্পনা শুরু হয়েছিল। প্রসঙ্গত, গত আট মাস ধরে লাদাখে সম্মুখ সমরে ভারত-চিন সেনা। বেজিংয়ের এই সিদ্ধান্তে সীমান্তে শান্তি ফিরতে পারে বলে আশা বিশেষজ্ঞদের।

কেন রদবদল?

কেন রদবদল?

মনে করা হচ্ছে যে ঝাও সেন্ট্রাল মিলিটারি কমিশনে আসতে চেয়েছিলেন যাতে ৭২ বছর বয়স অবধি চাকরি করতে পারেন। ২০১৬ সালে ঝাও যখন ওয়েস্ট্রার্ন থিয়েটার কম্যান্ডের দায়িত্ব নেন, তখনই তিনি এক্সটেনশনে ছিলেন। এদিকে এমন একজন অফিসারকে ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের দায়িত্ব দেওয়া হল যার আগে ভারতীয় সীমান্তে কাজ করার অভিজ্ঞতা নেই। নতুন যিনি এসেছেন, সেই ঝ্যাং-এর বয়স ৫৮, ঝাওয়ের তুলনায় অপেক্ষাকৃত নবীন।

পাকিস্তানকে সাহায্য চিনের

পাকিস্তানকে সাহায্য চিনের

তবে এরই মধ্যে চিন থেকে ৫০টি সসস্ত্র অ্যাটাক ড্রোন কিনল পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ড্রোন তৈরির করার পরিকল্পনা রয়েছে বেজিংয়ের। পাকিস্তানের বায়ুসেনা এই ড্রোনগুলি যুদ্ধে ব্যবহার করবে বলেই জানা গিয়েছে। মূলত ভারতকে চাপে রাখতেই চিনের এই সিদ্ধান্ত বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

পাকিস্তান ইকোনমিক করিডর ঘিরে ষড়যন্ত্র

পাকিস্তান ইকোনমিক করিডর ঘিরে ষড়যন্ত্র

দেখা গিয়েছে, চিন বহু ক্ষেত্রেই ভারতকে অশান্ত করতে পাকিস্তানের মাটি ব্যবহার করছে। এরই অঙ্গ হিসাবে পাকিস্তানকে খুবই শক্তিশালী ৫০টি সসস্ত্র ড্রোন বিক্রি করল। এছাড়াও ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে একটি বৃহত্তর ষড়যন্ত্র। নতুন এই ষড়যন্ত্রের পোশাকি নাম চিন পাকিস্তান ইকোনমিক করিডর। এটি তৈরি করতে খরচ করা হচ্ছে প্রায় ৭০ বিলিয়ন ডলার।

২৫ হাজার সেনা মোতায়েন

২৫ হাজার সেনা মোতায়েন

এই করিডর রক্ষা করতে পাক অধিকৃত কাশ্মীরের ভারত পাক সীমান্ত বরাবর দুই দেশ একত্রিত ভাবে ২৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। পাক সেনা বাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে চিন। পাকিস্তানকে ৮টি অত্যাধুনিক ডুবোজাহাজ এবং একটি ডিফেন্স হেলিকপ্টার বিক্রি করবে।

ঈশ্বরের ইঙ্গিতে পিছু হটলেন রজনীকান্ত! তামিল রাজনীতিতে নয়া মোড় থালাইভার সিদ্ধান্তে

English summary
China's PLA halted discussion o Ladakh issue as Western command chief changed by Jinping's order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X