• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বক্সিং ডে টেস্টে লেখা হল রেকর্ডের সাতকাহন! গর্বিত ভারত, লজ্জিত অস্ট্রেলিয়া!

  • |

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে বর্ডার-গাভাসকর সিরিজে সমতা ফেরাল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এমসিজি-তে যা করে দেখিয়েছে, তাতে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট ফ্যানরা। সেসব মানুষ খুশি হবেন জেনে যে এই ম্যাচেই রেকর্ড বুকে নথিভূক্ত হয়েছে সাতটি অন্য স্বাদের ঘটনা। সেগুলি কী, তা জেনে নেওয়া যাক।

মেলবোর্নে সবচেয়ে বেশি টেস্ট জয়

মেলবোর্নে সবচেয়ে বেশি টেস্ট জয়

এবারেরটা নিয়ে মোট চার বার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট জিতল ভারতীয় ক্রিকেট দল। ১৯৭৮, ১৯৮১, ২০১৮ সালে এই মাঠে টেস্ট জিতেছে ভারত। বিদেশের অন্য কোনও মাঠে এত সংখ্যক টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড নেই টিম ইন্ডিয়ার ঝুলিতে।

১০০ বছরে প্রথম বার

১০০ বছরে প্রথম বার

মেলবোর্ন টেস্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২০০ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ১০০ ওভারের মাথায় ৯ উইকেট হারিয়ে ১৯৬ রানে অবস্থান করেছিল অজি শিবির। গত একশো বছরে একই প্রেক্ষাপটে টেস্টের কোনও ইনিংসে এত কম রান ছিল না অস্ট্রেলিয়ার।

কোনও অর্ধশতরান নেই

কোনও অর্ধশতরান নেই

মেলবোর্ন টেস্টে অর্ধশতরান পাননি কোনও অস্ট্রেলিয় ব্যাটসম্যান। প্রথম ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৪৮ রান করেন মার্নাস লাবুসানে। দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করেন অজি ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন। ১৯৮৮ সালের পর ঘরের মাঠে টেস্টে এমন লজ্জাজনক অবস্থার মধ্যে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে।

কুম্বলে-কে ধরে ফেললেন বুমরাহ

কুম্বলে-কে ধরে ফেললেন বুমরাহ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সদ্য শেষ হওয়া বক্সিং ডে টেস্টে ৬ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। সবমিলিয়ে এই মাঠে টেস্টে ১৫টি উইকেট নিলেন ভারতীয় ফাস্ট বোলার। সেই সংখ্যায় দেশের কিংবদন্তি অনিল কুম্বলে-কে স্পর্শ করলেন বুমবুম।

স্টিভ স্মিথের লজ্জা

স্টিভ স্মিথের লজ্জা

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের বলে শূন্য রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন স্টিভ স্মিথ। কেরিয়ারে এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এক রানও পেলেন না প্রাক্তন অজি অধিনায়ক। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্টে এটি তাঁর প্রথম শূন্য।

সিরাজের কীর্তি

সিরাজের কীর্তি

মেলবোর্ন টেস্টে প্রথম বার ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পান মহম্মদ সিরাজ। প্রথম ম্যাচেই ৫ উইকেট নেন ভারতীয় ফাস্ট বোলার। ২০০৪ সালের পর এই প্রথম সফররত দলের অভিষেক বোলার হিসেবে মেলবোর্নে এমন নজির গড়লেন সিরাজ। ১৬ বছর আগে মেলবোর্নে একই কাণ্ড ঘটিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

একশো শতাংশ রাহানে

একশো শতাংশ রাহানে

মেলবোর্ন টেস্ট নিয়ে লাল বলের ফর্ম্যাটে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে। তিনটি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে পরপর তিনটি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড এর আগে একাই ধরে রেখেছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।

সচিন, ধোনি, কোহলি পারেননি! অস্ট্রেলিয়ায় করে দেখালেন তরুণ পন্থ! কী বলছে পরিসংখ্যান

English summary
Seven records from India-Australia Boxing Day test 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X