অজিভূমে টেস্ট সিরিজের মাঝে ফের ভারতীয় শিবিরে চোট চিন্তা, যন্ত্রণায় মাঠ ছাড়লেন তারকা পেসার
ডনের দেশে টেস্ট সফরে ভারতের চোট আঘাতের সমস্যা যেন কাটছেই না। অ্যাডিলেডে কামিন্সের বাউন্সারে কব্জির হাড় ভেঙে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শামি। এবার মেলেবোর্ন টেস্টে চোটের কবলে ভারতের আরও এক ক্রিকেটার। ফের ভারতীয় পেস বিভাগে চোট ধাক্কা।

চোটের শিকার কোন ক্রিকেটার
এবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় চোটে পড়লেন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে নিজের চতুর্থ ওভার করার সময় উমেশ যাদব কাফ মাসলে চোট পান।

যন্ত্রণায় মাঠ ছাড়লেন ভারতীয় পেসার
হাঁটুতে চোট পাওয়ার পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন উমেশ। মেডিকেল টিম ডেকে নিয়ে মাঠে সুশ্রুষা করা হয়। এরপরই খোঁড়াতে খোঁড়াতে উমেশ ড্রেসিংরুমে ফিরে যান।

নেই ইশান্ত,নেই শামি
প্রসঙ্গত আইপিএলের মাঝে বুকের পাঁজরে চোট পাওয়ার কারণে ইশান্ত শর্মা অজি সফর থেকে ছিটকে যান। পরবর্তী সময়, ইশান্ত ফিট হলেও তাঁকে নিয়ে বোর্ড কোনও ঝুঁকি নেয়নি। অন্যদিকে ডনের দেশে টেস্ট সফরে অ্যাডিলেডের কামিন্সের বাউন্সারে হাতের হাড় ভাঙায় সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শামি। এবার চোটের কবলে উমেশ যাদব।

ভারতের চোটের সংখ্যা বেড়েই চলেছে
এর আগে ভুবনেশ্বর কুমার চোটে পরেন, পরবর্তী সময় ইশান্ত, শামি এবার উমেশের হাঁটুতে চোট। এভাবেই ভারতীয় পেসবিভাগে বছর জুড়ে চোট চিন্তা দীর্ঘায়িত হয়েছে। অজি সফরে উমেশ ছিটকে গেলে ভারতকে সিরিজের বাকি দুটি টেস্টে বেগ পেতে হবে। মেলবোর্নে এদিন চোট পেয়ে মাঠ ছাড়ার আগে উমেশ যাদব জো বার্নসকে ৪ রানে আউট করেন। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে উমেশের কাফ মাসলের স্ক্যান রিপোর্ট হাতে আসলে, চোট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রাজভবন টু রাজধানী! দিল্লিতে এবার একমঞ্চে সৌরভ-অমিত শাহ, বিজেপিতে যোগ 'ভূমিপূত্র' মহারাজের?