• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রশ্নের মুখে রাহুল গান্ধী! কৃষক বিক্ষোভের মাঝে 'ভাবী সভাপতি'র ইতালি সফর ঘিরে জল্পনা

রাহুল গান্ধীকে কংগ্রেসের ফের মসনদে বসাতে উঠে পড়ে লেগেছেন সোনিয়া গান্ধী এবং গান্ধঈ ঘনিষ্ঠ কংগ্রেস নেতারা। কংগ্রেসের বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করে তাই তাদের অসন্তোষ মেটানোর চেষ্টাও হয়েছে। এরই মাঝে রাজনৈতিক ভাবে কেন্দ্র বিরোধী হাওয়া বইতে শুরু করেছে কৃষক আন্দোলনের হাত ধরে। এসবের মাঝেই আজ কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস। তবে যেই রাহুলকে কংগ্রেসের একাংশ এখনও ক্যাপ্টেন হিসাবে দেখতে চায়, সেই তিনি বিদেশ সফরে চলে গেলেন।

কংগ্রেসের ১৩৬-তম প্রতিষ্ঠা দিবস

কংগ্রেসের ১৩৬-তম প্রতিষ্ঠা দিবস

আজ কংগ্রেসের ১৩৬-তম প্রতিষ্ঠা দিবস। তার আগে রাহুল গান্ধী ফের বিদেশে রওনা দেন। আচমকাই রাহুলের ফের বিদেশ সফর নিয়ে ফের প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। গতকাল কৃষকদের আন্দোলন ৩০ দিনে পড়েছে। ঠিক এই সময় রাহুলের বিদেশ সফরে কৃষকদের আন্দোলন নিয়ে কংগ্রেস সত্যিই কতটা গুরুত্ব দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠবে বলে কংগ্রেস নেতারা মনে করছেন।

রাহুল কী সত্যি ইতালিতে?

রাহুল কী সত্যি ইতালিতে?

যদিও রাহুল গান্ধী কোথায় গিয়েছেন, তা জানা নেই কারোর। বিতর্ক এড়াতেই হয়ত এবিষয়ে মুখ খুলতে নারাজ কোনও কংগ্রেস নেতা। রণদীপ সিং সুরজেওয়ালা এই বিষয়ে শুধউ বলেন, 'অল্প কয়েক দিনের ব্যক্তিগত সফরে রাহুল গান্ধী বিদেশে গিয়েছেন। তিনি কয়েক দিন বাইরে থাকবেন।' তবে মনে করা হচ্ছে রাহুল গান্ধী ইতালি গিয়েছেন। যদিও ইতালিতে এখনও ভারতীয়দের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কাতার এয়ারওয়েজে রাহুলের এই সফর ঘিরে দিল্লিতে গুঞ্জনের শেষ নেই।

রাহুলের অনুপস্থিতিতে দুর্বল হবে কংগ্রেস?

রাহুলের অনুপস্থিতিতে দুর্বল হবে কংগ্রেস?

সম্প্রতি সারা দেশে নতুন কৃষি আইন বলবৎ করেছে কেন্দ্রীয় সরকার। মাস খানেক আগে এই বিষয়ে আন্দোলন শুরু হয়েছে। দিল্লির সিঙ্ঘু সীমানায় প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বহু কৃষক। কৃষকদের এই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এই পরিস্থিতিতে রাহুল এভাবে দেশ ছেড়ে 'ব্যক্তিগত' সফরে যাওয়ায় বিজেপির হাতে নতুন হাতিয়ার আসতে পারে। পাশাপাশি কংগ্রেসও দুর্বল হতে পারে।

কৃষি আইন প্রত্যাহারের দাবি

কৃষি আইন প্রত্যাহারের দাবি

এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধি ও গুলাম নবি আজাদ। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেসে। কংগ্রেসের দাবি, ওই স্মারকলিপিতে প্রায় দুই কোটি কৃষকের সাক্ষর রয়েছে। রাষ্ট্রপতির কাছে কংগ্রেসের তরফে এই কৃষি আইন প্রত্যাহারের দাবি করা হয়।

কৃষক আন্দোলনকে কতটা গুরুত্ব দিচ্ছে রাহুল গান্ধী?

কৃষক আন্দোলনকে কতটা গুরুত্ব দিচ্ছে রাহুল গান্ধী?

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী বলেছিলেন, 'আমি রাষ্ট্রপতিকে বলেছি যে এই কৃষি আইন কৃষক বিরোধী। গোটা দেশ দেখছে যে এই আইনের বিরুদ্ধে কৃষকরা সরব হয়েছেন।' তবে রাহুলের ‘এই আছি, এই নেই' মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছএ বিরোধী শিবিরেই। কৃষক নেতারাও সেই অভিযোগ তুলেছেন। কৃষক নেতাদের অভিযোগ, রাহুল গান্ধী তো নিজে কোনও কৃষকের সঙ্গে কথাই বলেননি।

English summary
Rahul Gandhi under scanner as he leaves country amid Farmers protest on personal grounds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X