• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এমএসপি থাকছে, কেউ কাড়তে পারবে না জমির অধিকার! বিতর্কের মাঝেই ফের নয়া বার্তা রাজনাথের

  • |

বড়দিনেই এক মাস অতিক্রম করে ফেলে দিল্লির উপকন্ঠে চলা কৃষক আন্দোলন। এদিকে ওই দিনেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে কৃষি মান্ডি ও ন্যূনতম সহায়ক মূল্যে নিয়ে আশ্বাসবাণী দিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবার সেই একই সুরে কথা বলতে দেখা গেল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। একইসাথে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে সাফ বার্তা দিতে দেখা গেল রাজনাথকে। এদিকে এর আগে গতকালই কৃষি আইন ভুল বোঝানোর অভিযোগে বিরোধীদের কাঠগড়ায় তুলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

এমএসপি থাকছে, কেউ কাড়তে পারবে না জমির অধিকার! বিতর্কের মাঝেই ফের নয়া বার্তা রাজনাথের

প্রসঙ্গত উল্লেখ্য, আন্দোলনরত কৃষকদের দাবি নয়া তিনটি কৃষি আইনের হাত ধরে আদতে পুঁজিপতিদের হাত শক্ত করতে চাইছে কেন্দ্র। এমএসপি, মান্ডি প্রথা তুলে দিয়ে কর্পোরেট শক্তিদের ভাঁড়ারই আরও ভর্তি করতে চাইছেন মোদী। তাই যতক্ষণ না এই কালা আইন বাতিল হচ্ছে ততক্ষণ আন্দোলনের রাস্তা থেকেও তারা পিছু হটবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে কৃষক ইউনিয়নগুলি। এদিকে কৃষি আইন বাতিল নিয়ে এর আগে কেন্দ্র-কৃষক পাঁচ দফা বৈঠক হলেও এখনও মেলেনি কোনও রফাসূত্র।

এমতবস্থায় আগামী ২৯ তারিখ ফের বৈঠকের কথা শোনা যাচ্ছে। যদিও এখনই কৃষি আইন বাতিল নিয়ে কোনও ইঙ্গিত দিতে দেখা যায়নি কেন্দ্রকে। তবে সামান্য কিছু রদবদল হতে পারে বলে খবর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এদিন রাজনাথ সিংকে বলতে শোনা যায়, “ এমএসপি তুলে দেওয়ার কোনও ইচ্ছাই নেই সরকারের। এমনকী আগামীর কৃষি ব্যবস্থা নিয়েও ভুল বোঝানো হচ্ছে কৃষকদের। কারও ক্ষমতা নেই বলপূর্বক কৃষকদের থেকে জমির অধিকার কেড়ে নেওয়ার। কৃষি ব্যবস্থা নিয়ে যাদের বিন্দুমাত্র জ্ঞান নেই তারাই এখন কৃষি আইন নিয়ে লোকজনকে ভুল বুঝিয়ে বেড়াচ্ছে। ”

শুভেন্দুকে সরানো হয়েছিল ভাইপোর জন্যই, তৃণমূল ছাড়ার কারণ প্রকাশ একুশের আগে

English summary
Defense Minister Rajnath Singh's new message about MSP in the midst of the peasant movement across the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X