দশকের সেরা ওডিআই অধিনায়ক ধোনি, ভারত থেকে কারা সুযোগ পেলেন
রবিবার দশকের সেরা ওডিআই দল ঘোষণা করল আইসিসি। সেই দলের অধিনায়ক হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বেছে নেওয়া হয়েছে। এই দশকেই ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ধোনির ভারত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী সময় ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে।

দশকের সেরা ওডিআই দলে ওপেনার কারা
দশকের সেরা ওডিআই দলের ওপেনার হিসেবে বিশ্বের দুই মারকুটে ব্যাটসম্যান, ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে বেছে নেওয়া হয়েছে।

মিডল অর্ডারে কারা
তিনে বিরাট কোহলি, চারে এবি ডিভিলিয়ার্সকে বেছে নিয়েছে আইসিসি। পাঁচ নম্বরে অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানকে বাছা হয়েছে।

অলরাউন্ডার
অপর অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসে বেছে নেওয়া হয়েছে। ২০১৯ সালে এই স্টোকসের কাঁধে ভর করেই ইংল্যান্ড ঘরের মাঠে প্রথমবারের জন্যে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে।

অধিনায়ক ও উইকেটকিপার
দশকের সেরা ওডিআই দলের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছে আইসিসি। এই দশকে অধিনায়ক হিসেবে ধোনির সাফল্য অনিশ্বীকার্য।

বোলিংয়ে কারা
বোলিংয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে বাছাই করা হয়েছে।

একনজরে দশকের সেরা দল
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), বেন স্টোকস, মিচেল স্টার্ক, টেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা? রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়