পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরি, দলকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন অধিনায়ক
পিতৃত্বকালীন ছুটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে ক্রিকেট দুনিয়ায় এই শব্দ নিয়ে চর্চা তুঙ্গে। ডনের দেশে সফরে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন। অ্যাডিলেডে ৩৬ রানে ভারত গুটিয়ে যাওয়ায় মহাবিপর্যয়ের পর, বিরাটের এই পিতৃত্বকালীন ছুটি নেওয়া সঠিক সিদ্ধান্ত কিনা, সেই বিতর্ক এখন তুঙ্গে। এর মাঝেই এবার পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনে সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে আরেক অধিনায়ক!

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন উইলিয়ামসন
বিরাটের পথে পা বাড়িয়ে নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে নাম তুলে নেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে স্ত্রীয়ের সঙ্গে থাকতে ছুটি নিয়েছিলেন, এরপর কন্যা সন্তানের জন্মের পর মাঠে ফিরলেন কেন।

মাঠে ফিরেই সেঞ্চুরি
পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাঠে প্রত্যাবর্তনের পর, ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। ২০২০ সালে ডিসেম্বরে সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন উইলিয়ামসন। এরপর মাঠে ফিরে সেঞ্চুরি হাঁকালেন ক্যাপ্টেন কেন।

কত রান হাঁকালেন উইলিয়ামসন
ছুটির পর মাঠে ফিরে নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক কেন ২৯৭ বল খেলে ১২৯ রান হাঁকান। উইলিয়ামসনের ইনিংস ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে সাজানো। উইলিয়ামসন ছাড়া রস টেলার ৭০ রানের দামি ইনিংস খেলেন।

রানের পাহাড়ে নিউজিল্যান্ড
অধিনায়ক উইলিয়ামসনের ব্যাটে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্য়ান্ড ৪৩১ রান হাঁকিয়ে অলআউট হয়েছে। শেষদিকে উইকেটকিপার বিজে ওয়াটলিং ৭৩ রানের দামি ইনিংস উপহার দেওয়ায় কিউয়ারা চারশো রানের গণ্ডি পার করে।
দুরন্ত শতরান রাহানের, অধিনায়কের ব্যাটে মেলবোর্নে এগিয়ে ভারত