কলকাতা : আপাতত পৌষ মাস অর্থাৎ মল মাস। আগামী বছরের ১৫ তারিখ পর্যন্ত যা চলবে। তারপরেই বিবাহের মরসুম। পাশাপাশি বিবাহবার্ষিকী তো থাকেই। সেই সমস্ত কিছুকে মাথায় রেখেই বিশেষ অফার নিয়ে এসেছে জুয়েলারি রিটেল চেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার। নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং কার্নিভাল অফার’ ।

সংস্থা জানাচ্ছে, পছন্দসই গয়না বেছে নিতে পারবেন যে কেউ। এই অফারের অংশ হিসাবে গ্রাহকরা খাঁটি সোনার, হীরার গহনা, সিলভার এবং গসিপ কালেকশন এর গহনাগুলি কেনার ক্ষেত্রেও প্রচুর সুবিধা পাবেন। বিবাহের মরসুমের চাহিদা পূরণের জন্য বিবাহের গয়না সম্ভারের একটি বিশেষ পরিসর রয়েছে – ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং কালেকশন ২০২১’। সংস্থার দাবী, ‘সোনা এবং হীরে দিয়ে তৈরী দুর্দান্ত নকশার গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং কালেকশন ২০২১ এ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর কারিগরদের অপরূপ কারিগরি দক্ষতা ও কারুকার্য প্রদর্শিত হয়েছে।’

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সিইও শ্রী শুভঙ্কর সেন বলেন, “আমাদের ব্র্যান্ড সেরা এবং অতুলনীয় ডিজাইন ও কারিগরির জন্য সর্বজনবিদিত। অফারগুলি গ্রাহকদের অপূর্ব ডিজাইনের মোহময়ী গহনার সাথে তাঁদের বিশেষ মুহূর্ত আলোকিত করতে উত্সাহিত করবে। আমরা এই উপলক্ষে প্রাদেশিক পছন্দ এবং চাহিদার উপর ভিত্তি করে একটি নতুন কালেকশন নিয়ে এসেছি । যেমন উত্তর ভারতের পছন্দ অনুযায়ী কুন্দন, পোলকি এবং এন্টিক গহনা সম্ভার , দেশের পূর্ব অংশের জন্য ফিলিগ্রি এবং বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো জায়গাগুলির জন্য টেম্পল জুয়েলারীর মণোমুগ্ধকর গহনার সম্ভার রয়েছে। এছাড়াও আমাদের হীরার গহনার সম্ভার এখন আরও বেশি এবং বাজেটের মধ্যে হীরার শখ পূরণের জন্য হীরার গহনা কেনার ক্ষেত্রে বিনা সুদে ইএমআই এবং গহনার উপর বিনামূল্যে বীমা ব্যবস্থাও চালু করেছি। গহনার মেকিং চার্জের উপর ছাড় আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য গহনাগুলিকে আরও সহজলভ্য করে তুলবে।’

তিনি আরও বলেন , ‘আগাম অনুষ্ঠানের মরসুমে উপহার দেওয়ার জন্য এভারলাইট কালেকশন ও ফ্যাশনবল পুরুষদের জন্য অহম কালেকশন এবং পার্টি অনুষ্ঠানের জন্য গসিপ সিলভার এবং ফ্যাশন জুয়েলারী কালেকশন এবং সলিটায়ার হীরার পারফেক্ট লাভ কালেকশনও আনা হয়েছে। সবমিলিয়ে বিবাহ থেকে বিবাহবার্ষিকী, এখন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে রয়েছে সম্পূর্ণ সমাধান। সম্ভারের দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত অবধি। পাশাপাশি ১৮ ক্যারেটের ডিজাইনার গয়নার দামকে আরও সাশ্রয়ী করে তোলা হয়েছে।’

প্রসঙ্গত সারা ভারত জুড়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শতাধিক ২০ জানুয়ারী, ২০২১ অবধি অফারগুলি হল ১) সোনার গহনার মজুরির উপর ২৫% পর্যন্ত ছাড়। ২) হীরের গহনার উপর ২০% পর্যন্ত ছাড় ৩) প্ল্যাটিনাম গহনার মজুরির উপর ফ্ল্যাট ১৫% ছাড় ৪) সিলভার এবং গসিপ কলেকশনের গহনাগুলিতে ১৫% পর্যন্ত ছাড়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।