হায়দরাবাদকে ২-০ হারিয়ে আইএসএলে প্রথম জয় তুলে নিল কেরালা
এদিন আইএসএলের ম্যাচে হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে দিল কেরালা ব্লাস্টার্স। দুই অর্ধে দুটি গোল তুলে নিয়ে কেরালা তাদের জয় তুলে নেয়। অন্যদিকে হায়দরাবাদ গোলের মুখ খুলতে পারেনি। যদিও ম্যাচের পর পয়েন্ট তালিকায় হায়দরাবাদ সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে এবং কেরালা সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে।

কেরালার হয়ে ম্যাচের ২৯ তম মিনিটে প্রথম গোলটি করেন আবদুল। এরপরে ম্যাচের একেবারে শেষে ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি করে কেরালার জয় সুনিশ্চিত করেন জর্ডন মারে। সাত ম্যাচ খেলে এই প্রথম জয় পেল কেরালা। অন্যদিকে হায়দরাবাদ তাদের শেষ দুটি ম্যাচে হার হজম করল।
ম্যাচের প্রথমার্ধে দুটো দলই কিছুটা ডিফেন্সিভ শুরু করেছিল। যার ফলে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। কুড়ি মিনিটের মাথায় কেরালা একটি হলুদ কার্ড দেখে। তবে অসুবিধা অনুভূত হওয়ার আগেই ২৯ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় কেরালা।
গোল শোধ করতে উঠেপড়ে লেগে পড়েছিল হায়দারাবাদ। ৪৫ মিনিটের মাথায় একটি বড় সুযোগ এসে গিয়েছিল। তবে তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কেরালার কাছে বেশ কয়েকটি সুযোগ চলে এসেছিল। তবে তা কাজে লাগিয়ে গোল সংখ্যা বাড়ানো যায়নি। এরপর ম্যাচের ৮৮ মিনিটের মাথায় গোল করে কেরালার জয় সুনিশ্চিত করেন জর্ডন।