ঘাসফুল ছাড়া কোনও ফুল নয় ডায়মন্ডহারবারে! শুভেন্দুর পাল্টা দক্ষিণ ২৪ পরগনার ফল ৩১-০ করার চ্যালেঞ্জ অভিষেকের
২০২১-এর বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2021) ফল নিয়ে চ্যালেঞ্জ নিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। এদিন তিনি ডায়মন্ডহারবারের কেল্লার মাঠের সমাবেশ থেকে বলেন, ঘাসফুল বাদ দিয়ে কোনও ফুল ফুটবে না ডায়মন্ডহারবার তথা দক্ষিণ ২৪ পরগনায়। এদিনের সভা থেকে তিনি শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন।

অবিভক্ত মেদিনীপুরের ফল ৩৫-০ করার ডাক দিয়েছিলেন শুভেন্দু
২৪ ডিসেম্বর কাঁথিতে রোড শো করার পর ভাষণ দেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২০২১-এর নির্বাচনে অবিভক্ত মেদিনীপুরের ( পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম) ফল হবে ৩৫-০। প্রসঙ্গত ৩৫ টি আসনের মধ্যে পূর্ব মেদিনীপুরে রয়েছে ১৬ টি, পশ্চিম মেদিনীপুরে ১৫ টি এবং ঝাড়গ্রামে রয়েছে ৪ টি আসন। তিনি সভায় তিনি বলেছিলেন, গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর কাঁথির শুভেন্দু অধিকারী যখন হাত মিলিয়েছে, তখন এই ফল পেতে বেগ পেতে হবে না বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন, অধিকারী পরিবারই তৃণমূলকে মেদিনীপুরে একনম্বরে এনেছিল। এবার বিজেপি হবে একনম্বর এবং তৃণমূল হবে দ্বিতীয় বলেছিলেন তিনি।

শুভেন্দুকে জবাব অভিষেকের
এদিন জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে দলে থাকা উপসর্গহীন বেইমান বলেও আক্রমণ করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুভেন্দু অধিকারী তলায় তলায় পুরুলিয়া ও বাঁকুড়ায় বিজেপির হয়ে কাজ করেছিলেন। কেননা সৌমিত্র খাঁ ইতিমধ্যেই জানিয়েছেন, ২০১৯-এ বিষ্ণুপুর থেকে তাঁর জেতার পিছনে শুভেন্দু অধিকারীর অবদান রয়েছে। আর বাকিটা বলেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। মানুষের জীবন নিয়ে সওদা করতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাড়িতে পদ্ম ফোটাতে পারেননি
পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, নিজের বাড়িতে এখনও পদ্ম ফোঁটাতে পারেননি শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু তমলুক, বাবা শিশির অধিকারী কাঁথির সাংসদ। আরেক ভাই কাঁথি পুরসভার দায়িত্বে রয়েছেন। তাঁরা এখনও কেউই বিজেপিতে যাননি। সেই বিষয়টিই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনার ফল হবে ৩৫-০
ডায়মন্ডহারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে ডায়মন্ডহারবারের কোনও বিধানসভাতেই ঘাসফুলকে বাদ দিয়ে কোনও ফুল ফুটবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, ২০১৯-এর নির্বাচনে তাঁর সঙ্গে নিটকবর্তী প্রার্থীর ব্যবধান ছিল সাড়ে তিন লক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ডহারবার লোকসভার অধীনে থাকা সাতটি বিধানসভাই তৃণমূলের দখলে রয়েছে। অন্যদিকে ২০১৬-র পলাফলের নিরিখে দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনের মধ্যে ২৯ টি তৃণমূলের দখলে আর ২ টি রয়েছে বামেদের দখলে।
শুভেন্দুর নিশানায় কোন 'ভাইপো'! অমিত শাহের দিকে নিশানা ঘুরিয়ে দিলেন অভিষেক