• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মোদী সরকারের উদ্যোগে ভারতে করোনার নতুন স্ট্রেইন খুঁজতে তৎপরতায় নয়া কনসর্টিয়াম

  • |

ব্রিটেনে চিহ্নিত হওয়া একটি নতুন করোনা ভাইরাস স্ট্রেইন ঘিরে আতঙ্ক গোটা বিশ্বে। আর এমন এক পরিস্থিতিতে একটি জেনোমিক নজরদারির জন্য কনসর্টিয়াম চালু করল মোদী সরকার। ব্রিটেন থেকে ভারতে এমন কোনও স্ট্রেইন এসেছে কী না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতেই এমন কনসার্টিয়াম গঠন করেছে কেন্দ্র।

Modi Government forms genomic surveillance consortium to check spread of new coronavirus variant

ন্যাশনাল সেন্টার ফর ডিজাস্টার কন্ট্রোলের তত্ত্বাবধানে আইএনএসএসিওজি কনসর্টিয়াম গঠিত হয়েছে। আর এই কনসার্টিয়াম এবার ব্রিটেন থেকে ভারতে সদ্য আসা যাত্রীদের থেকে ৫০টি নমুনা নিয়ে ঘিরে একাধিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে।এই পরীক্ষায়, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড পজিটিভদের মধ্যে থেকে ৫ শতাংশের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে সরকারি মতে, নতুন মিউটেশনে তৈরি হওয়া এই ভাইরাস হাত ধোয়া, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখলে তা ছড়াতে পারে না। এদিকে, খবর ৭০ শতাংশ বেশি দ্রুততার সঙ্গে এই ভাইরাস ছড়িয়ে পড়েছ।

অন্যদিকে, এইমসের বিশিষ্ট চিকিৎসকদের দাবি, নতুন এই ভাইরাস ভ্যাকসিনেশনের দ্বারা রোধ করা যেতে পারে। প্রসঙ্গত, নতুন এই ভাইরাস খুঁজে বের করতে রীতিমতো সমস্যায় পড়ছেন বিজ্ঞানীরা। কারণ বলা হচ্ছে ধরা দিতে চাইছে না এই ধরনের নতুন স্ট্রেইন। তবুও স্ট্রেইনের বেশ কিছু বৈশিষ্ট ধরে চলছে খোঁজ। বিশেষত, যাঁরা ভারতে ব্রিটেন থেকে ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন তাঁদের ঘিরে চলছে বহু পরীক্ষা।

English summary
Modi Government forms genomic surveillance consortium to check spread of new coronavirus variant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X