দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট, ভারত থেকে আর কে সুযোগ পেলেন
অধিনায়ক বিরাটের মুকুটে নতুন পালক। এবার আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড় সম্মান পেলেন বিরাট। আজ আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দশকের সেরা টেস্ট দল ঘোষণা করেছে। সেখানেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে।

ভারত থেকে আর কে সুযোগ পেলেন
আইসিসির ঘোষিত দশকের সেরা টেস্ট দলে, বিরাট কোহলি ছাড়া ভারত থেকে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। টেস্টে অশ্বিনের ৩৭০টি উইকেট রয়েছে।

ওপেনিংয়ে কারা
দশকের সেরা টেস্ট দলে, দুই ওপেনার হিসেবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক ও অস্ট্রেলিয়ার বর্তমান ওপেনার ডেভিড ওয়ার্নারকে বেছে নেওয়া হয়েছে।

মিডল অর্ডার
তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, চারে বিরাট কোহলি ও পাঁচে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও টেস্টে এই মুহূর্তে এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথকে বেছে নেওয়া হয়েছে।

উইকেটকিপার ও অলরাউন্ডার
উইকেটকিপার হিসেবে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে বেছে নিয়েছে আইসিসি। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে দশকের সোর টেস্ট দলে ইংল্যান্ডের বেন স্টোকস জায়গা পেয়েছেন।

বোলার কারা
দলে স্পিনার হিসেবে ভারত থেকে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। পেসারদের মধ্য়ে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের নাম ঘোষণা করেছে আইসিসি।

একনজরে আইসিসির ঘোষিত দশকের সেরা দল
ডেভিড ওয়ার্নার, অ্যালেস্টার কুক, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, জেমন অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন
পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরি, দলকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন অধিনায়ক