দিলীপের বয়ানকে স্বাগত জানালেন কুণাল! উঠে এল সারদায় 'তৎকাল বিজেপি'র ভূমিকা
একুশের বিধানসভা নির্বাচনের আগে ফের সারদা মামলা 'ওপেন' করল সিবিআই। আর সিবিআই সারদার খাতা খুলতেই মুকুল রায়কে গ্রেফতারের দাবিতে সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার প্রতিক্রিয়ায় তাৎপর্যপূর্ণ দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একুশের ভোটের আগে জমে উঠল খেলা।

সারদা তদন্ত নিয়ে তৃণমূল ও বিজেপি সম্মুখ সমরে
সারদা তদন্ত নিয়ে তৃণমূল ও বিজেপি সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, আদালতে লেখা সুদীপ্ত সেনের চিঠিটি সম্পর্কে কুণাল ঘোষ তদন্ত দাবি করছেন। সিবিআইও কুণাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়সহ অভিযুক্তদের বয়ান উল্লেখ করে ২২৭ পাতার চিঠি লিখেছে সুপ্রিম কোর্টকে। এই মামলায় রাজীব কুমারকে হেফাজতে নিতেই এই চিঠি।

সারদায় সব নাম সামনে আসুক, চান দিলীপ ঘোষ
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কুণাল ঘোষের দাবির জবাবে বলেন, উনি যা বলছেন, অন্যরা যা বলছে, সিবিআই তা দেখছে। সব নাম সামনে আসুক। সবাই সব জানুক। কুণাল ঘোষ তো অনেকের নামই বলেছিলেন। তদন্তে যাদের নাম আসবে তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়ার জবাবে কুণাল ঘোষের
দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়ার জবাবে কুণাল ঘোষ বলেন, দিলীপদার যদি এটুকুই বক্তব্য হয়, তবে তাকে স্বাগত জানাচ্ছি। আমি তো প্রথম থেকেই এটা চেয়ে এসেছি। সিবিআই প্রচুর দেরি করেছে। তবে দিলীপদা দেখুন বহু অভিযুক্ত ও সুবিধাভোগী ষড়যন্ত্রী তদন্ত থেকে বাঁচতে এখন বিজেপির মঞ্চে গিয়ে ভিড়েছে।

তৎকাল বিজেপি হয়ে অভিযুক্তরা ভিড় করেছে বিজেপির মঞ্চে
কুণাল আরও বলেন, দিলীপদা পুরনো দিনের আরএসএস ও বিজেপিকর্মী। এখন তৎকাল বিজেপি হয়ে অভিযুক্তরা তাঁর দলের মঞ্চে ভিড় জমাচ্ছে। দিলীপদাকে অনুরোধ করব এদের আশ্রয় দেবেন না। এরা বিজেপিতে গিয়েছে আশ্রয় নিতে। বিজেপিকে আশ্রয়ের মঞ্চ করবে না। এখন ষড়যন্ত্রকারীরা অনেকেই বিজেপিতে, অবিলম্বে এই মামলায় মুকুল রায়কে গ্রেফতারের দাবি করেন কুণাল ঘোষ।
বিদ্যমান করোনা ভাইরাস চিকিৎসা পদ্ধতির বদল নয়, নয়া কোভিড নিয়ে বৈঠকের পর পরামর্শ এনটিএফের