• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কাশ্মীরের নিখোঁজ পুলিশ অফিসার ফিরে এল জঙ্গি রূপে! রুদ্ধশ্বাস অভিযানে সেনা চালাল ধরপাকড়

গাড়ির গতি কম ছিল না। নিরাপত্তার বেড়া জাল পেরিয়ে গাড়ি সজোরে বেরিয়ে যেতে চেয়েছিল কাশ্মীরের বদগামের একটি অঞ্চল ছেড়ে। তবে সেনার নিরাপত্তাও কিছু কম ছিল না। এমন এক পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে নিখোঁজ হওয়া কাশ্মীরের এক পুলিশ অফিসার সেনার জালে ধরা পড়ল জঙ্গি রূপে।

দাবিন্দরের স্মৃতি ফিরল কাশ্মীরে

দাবিন্দরের স্মৃতি ফিরল কাশ্মীরে

ঠিক এমনভাবেই একটি গাড়িতে করে জঙ্গিদের নিয়ে পালিয়ে যাচ্ছিল কাশ্মীরের তৎকালীন পুলিশ আধিকারিক দাবিন্দর সিং। পুলিশের কাছে সূত্র মারফৎ একাধিক তথ্য থাকায় হাতেনাতে ধরে আইনের রাস্তায় তোলা হয়। ঠিক একই ঘটনা এদিন, বদগামের হায়াতপোরায় প্রাক্তন এসপিও আলতাফ হুসেনের সঙ্গে ঘটে যায়।

 আলতাফ গ্রেফতার

আলতাফ গ্রেফতার

ককালে কাশ্মীর পুলিশে এসপিএও ছিল আলতাফ হুসেন। গত ২৪ অক্টোবর থেকে সে নিখোঁজ। এদিকে, হায়াতপোরায় তল্লাশি অভিযানে নামে সিআরপিএফ। আর নিরাপত্তার ঘেরাটোপে থাকা এলাকা থেকে আলতাফ বের হতে গিয়েই সিআরপিফ এর জালে ধরা পড়ে।

 জইশ জঙ্গিদের সঙ্গে ধৃত প্রাক্তন পুলিশ অফিসার

জইশ জঙ্গিদের সঙ্গে ধৃত প্রাক্তন পুলিশ অফিসার

জানা গিয়েছে, প্রাক্তন এই পুলিশ অফিসার আরও ৩ জইশ এ মহম্মদ জঙ্গির সঙ্গে এদিন ধরা পড়ে। এই জঙ্গিদের নিবাস কাশ্মীরের পুলওয়ামা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

 সশস্ত্র জঙ্গি গ্রেফতার

সশস্ত্র জঙ্গি গ্রেফতার

এদিন আলতাফদের ধরপাকড়ের সময় তারা সিআরপিএফসের সঙ্গে ধস্তাধস্তি চালায় বলে খবর। সেই সময় আলতাফদের কাছে দুটি একে ৪৭ বন্দুকও উদ্ধার হয়েছে বলে খবর। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ লাগু হয়েছে।

৪ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
Jammu and kashmir's Missing SPO arrested in J&K with 3 JeM militants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X