অধিনায়কোচিত ইনিংস রাহানের, চা পানের বিরতিতে অজিদের থেকে কত রানে পিছিয়ে ভারত
রাহানের দুরন্ত হাফ সেঞ্চুরি মেলবোর্নে টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। প্রথম দিন ২৮ রানে অপরাজিত থাকার পর দিনের শুরুতে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া শুভমান গিলের। ভারতের হয়ে তরুণ ওপেনারই এদিন ভারতের রান তাড়া করার ভিত গড়ে দেন। আগামী দিনে ভারতীয় ক্রিকেটে শুভমান যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন বুঝিয় দিলেন শুভমান। সেই ভিতে ভর করেই অধিনায়কোচিত হাফ সেঞ্চুরি অজিঙ্ক রাহানের।
পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাটের দেশে ফেরার পর অধিনায়ক রাহানেই ভারতের সিরিজে প্রত্যাবর্তনে বড় বাজি। সেখানে দাঁড়িয়ে মেলবোর্নে টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শুরু করলেন অজিঙ্ক।

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে চা পান বিরতি যাওয়া পর্যন্ত ভারত ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে। সৌজন্য অজিঙ্ক রাহানের দুরন্ত হাফ সেঞ্চুরি। ১২১ বল খেলে রাহানে ৫৩ রানে অপরাজিত রয়েছেন। ৫টি বাউন্ডারি হাঁকিয়ে খেলছেন রাহানে।
চা বিরতিতে, অজিদের প্রথম ইনিংসে ১৯৫ থেকে ভারত ৬ রানে পিছিয়ে রয়েছে। চতুর্থ উইকেটে রাহানে-বিহারীর ৫২ রানের পার্টনারশিপ আশা জাগায়। যদিও বিহারী এদিন ২১ রানেই সাজঘরে ফেরেন। এরপর পঞ্চম উইকেটে ঋষভ পন্থ-রাহানের জুটির ব্যাটেও হাফ সেঞ্চুরি পার্টনারশিপ (৫৭ রান)। পন্থ এদিন ৪০ বলে ২৯ রান হাঁকিয়ে আউট হন।