তৃণমূল দলটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে। বিজেপি দফতরে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। যদিও তাঁর এহেন অভিযোগের উত্তর দেওয়ার প্রয়োজন করলেন না তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিছুটা মেজাজ হারিয়েই তাঁর পালটা দাবি, এই বিষয়ে তাঁর কিছু বলার নেই। ‘মেদিনীপুরের কোনও ব্লক সভাপতি এটার উত্তর দেবেন,’ এমনটাই মন্তব্য তৃণমূল মহাসচিবের।

রাজনৈতিকমহলের মতে, শুভেন্দু ইস্যুতে হয়তো আর কোনও মন্তব্য করতে চান না তৃণমূলের কোনও শীর্ষ নেতৃত্ব। এটাই হয়তো নয়া স্ট্রেটেজি শাসকদলের।

বিস্তারিত আসছে…

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।