• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফের সাহসী পদক্ষেপ সৌদির যুবরাজের, করোনার টিকা নিলেন মহম্মদ বিন সলমান

ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে একের পর এক সাহসী পদক্ষেপ করেছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান। আবারও এক ঐতিহাসিক কাজ করলেন তিনি। করোনা ভাইরাসের টিকা নিলেন যুবরাজ। দেশের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক অল রবিশ জানিয়েছেন যুবরাজের টিকাকরণ হয়েছে। তারপর তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখা হবে। যুব রাজের এই পদক্ষেপে দেশবাসী টিকা নিতে উৎসাহি হবেন বলে জানিেয়ছেন স্বাস্থ্যমন্ত্রী।

ফের সাহসী পদক্ষেপ সৌদির যুবরাজের

সলমান ক্ষমতায় আসার পরেই একের পর এক ঐতিহাসিক পদক্ষেপ করেছে। মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া থেকে শুরু করে ক্রিেকটের স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখার অনুমতি দেওয়া এতোগুলি অসম্ভব ঘটনা ঘটিয়ে ফেলেছেন দেশে। স্বাভাবিক কারণেই দেশে তাঁর ফ্যান ফলোয়ার বেশি। এমনকী গোটা বিশ্বেই সলমানের ফ্যান ফলোয়ার রীতিমতো ঈর্ষনীয় অন্যান্য নেতাদের কাছে। আবার খাসোগ্গি হত্যাকাণ্ডেও সরাসরি বিন সলমানের নাম জড়িয়েছে। এবং সেকথা স্বীকারও করে নিয়েছেন তিনি।

যুবরাজের করোনা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখবেন চিকিৎসকরা। ইতিমধ্যেই সৌদি আরব ফাইজারও ভারত বায়োটেকের কাছ থেকে কোভ্যাক্সিনে কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। বাহরিন ইতিমধ্যেই ফাইজারের অনুমোদন দিয়েছে। ব্রিটেনও বাইজার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই ভারত অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবে। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন তৈরি করছে অ্যাস্ট্রাজেনকা। তার সহযোগী হিসেবে কাজ করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

English summary
Saudi Arabia's crowned prince Mahamman Bin Salman took Coronavirus Vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X