• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ক্রিসমাসের সকালেই বিস্ফোরণ ন্যাশভিলে, জঙ্গি নাশকতার চেষ্টা দাবি মার্কিন পুলিসের

ক্রিসমাসের সকালে হঠাৎ গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে আমেরিকার ন্যাশভিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতে ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভোর ৬টার সময় ঘটনাটা ঘটে। পুলিসের কাছে প্রথমে খবর ছিল গুলি চলছে এলাকা। পুলিস পৌছনোর পর দেখে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। ন্যাশভিল পুলিসের মুখপাত্র ডন অ্যারোন জানিয়েছেন, পুরো ঘটনাটা রহস্যজনক। কোনও সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা এটা নয়। এর পিছনে নাশকতার হাত রয়েছে বলে মনে করছেন তাঁরা।

ক্রিসমাসের সকালেই বিস্ফোরণ ন্যাশভিলে

পুলিস বম্বস্কোয়াডের মাধ্যমে তদন্ত শুরু করেছে। তাঁদের দাবি এই ঘটনায় কোনও আন্তর্জাতিক জঙ্গি যোগ রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে এফবিআই তদন্ত শুরু করেছে। তাতে যোগ দিয়েছে ব্যুরো অব অ্যালকোহল, নারকোটিক ও বিস্ফোরক। এফবিআইয়ের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাকক্যাবে জানিয়েছেন, গাড়িটিকে কোন ধরনের বিস্ফোরক ছিল তা তদন্ত করে দেখা উচিত। তাতে জঙ্গিরা যে বিস্ফোরক ব্যবহার করে সেটার হদিশ পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার পরেই বাড়তি তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পুলিস বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। গাড়িিট সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। এতোটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ যে তার শব্দে অনেকেই শ্রুতি শক্তি হারাতে পােরন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। দীর্ঘ দিন ধরেই আমেরিকা জঙ্গিেদর নাশকতার টার্গেটে রয়েছে। ফ্রান্সে কয়েকদিন আগেই নাশকতা চালিয়েছে জঙ্গিরা।

English summary
Blast at Nashville of US police claimed internatinal hand in incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X