• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মোদীর ডাকে সাড়া, ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি কৃষকরা

দীর্ঘ আলোচনার পর অবশেষে সম্মত হলেন তাঁরা। কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন তাঁরা। আগামী ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে ফের আলোচনায় বসবে কৃষকরা। দুপুর দুটো থেকে দীর্ঘ আলোচনার পর দফায় দফায় আলোচনা শুরু করেন তাঁরা। অবশেষে মোদীর প্রস্তাবে সাড়া দিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন।

 বৈঠকে বসতে রাজি কৃষকরা

বৈঠকে বসতে রাজি কৃষকরা

ফের কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেন কৃষকরা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিক্ষোভরত কৃষকদের খোলা মনে আলোচনার বসার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন কৃষি আইনের সুফল নিয়ে ভুল বোঝানো হচ্ছে তাঁদের। তাই সরাসরি কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিয়েই দুপুর দুটো থেকে দিল্লির সীমানায় বৈঠকে বসেছিলেন তাঁরা। তারপরেই তাঁরা রাজি হয়েছেন আলোচনায় বসার জন্য। এর আগে কেন্দ্রের সঙ্গে ৫ দফার বৈঠক করেছেন কৃষকরা। কিন্তু কোনও বৈঠকেই সমাধান সূত্র মেলেনি।

কৃষকদের উন্নয়নের বার্তা

কৃষকদের উন্নয়নের বার্তা

কৃষি আইনের কৃষকদেরই স্বার্থ লাভবান হবে। শুক্রবার কিষাণ নিধি প্রকল্পের কিস্তি দান প্রদানের অনুষ্ঠানে সরাসরি কৃষকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় কৃষি আইনের সুফল নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তাঁদের ভুল বোঝাচ্ছেন বলে দাবি করেছেন মোদী। সেকারণেই কৃষকদের সঙ্গে কেন্দ্র আবারও খোলা মনে আলোচনায় বসতে চায় বলে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কৃষকদের উন্নয়নের বার্তা

কৃষকদের উন্নয়নের বার্তা

কৃষি আইনের কৃষকদেরই স্বার্থ লাভবান হবে। শুক্রবার কিষাণ নিধি প্রকল্পের কিস্তি দান প্রদানের অনুষ্ঠানে সরাসরি কৃষকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় কৃষি আইনের সুফল নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তাঁদের ভুল বোঝাচ্ছেন বলে দাবি করেছেন মোদী। সেকারণেই কৃষকদের সঙ্গে কেন্দ্র আবারও খোলা মনে আলোচনায় বসতে চায় বলে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

বিরোধীরাই কৃষকদের ভুল বুঝিয়ে চলেছে কৃষি আইন নিয়ে । সরাসরি কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন নিজেরা এতোদিন ক্ষমতায় থাকলে কৃষকদের উন্নয়নে একটি কাজও করেনি। এখন কৃষকদের আয় বৃদ্ধির জন্য মোদী সরকার যা করতে চাইছে সেটারই সমালোচনা করে কৃষকদের উস্কাচ্ছেন তাঁরা।

English summary
Farmers agree to meet Center on 29th December after PM Modi's appeal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X