অবৈধভাবে ফুটবলার খেলানো নিয়ে প্রতিবাদ জানিয়ে আইএফএ থেকে পদত্যাগ জয়দীপ মুখোপাধ্যায়ের
তাঁর দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলা ফুটবল দেখেছে অনেক উন্নতি। সামনে থেকে আইএফএকে নেতৃত্ব দিয়ে ঘুরে দাঁড় করিয়েছিলেন।কিন্তু সভাপতির সঙ্গে বিবাদের জের। ফলে শেষ পর্যন্ত আইএফএর সচিব পদ থেকে পদত্যাগ করলেন জয়দীপ মুখোপাধ্যায়।

সচিব পদ থেকে পদত্যাগ করলেন জয়দীপ মুখোপাধ্যায়
শনিবার আইএফএ সভাপতি ও চেয়ারম্যান সুব্রত দত্তকে, সচিব তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আচরণের প্রতিবাদ জানিয়ে জপদীপ মুখোপাধ্যায় তাঁর পদ থেকে পদত্যাগ করেলেন বলে জানান। স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণেই এই পদত্যাগ বলে তিনি জানিয়েছেন।

ম্যাচ ঘিরে অন্যায়ের প্রতিবাদেই সরে যাচ্ছেন সচিব
জানা গিয়েছে ঘটনার সূত্রপাত শুক্রবার। কন্যাশ্রী কাপের সেমিফাইনালে অন্যায় ভাবে ইস্টবেঙ্গল ক্লাব ভিন রাজ্যের ফুটবলার খেলানোর কারণেই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

ঠিক কী ঘটেছে
জানা গিয়েছে, কন্যাশ্রী কাপের সেমির ম্যাচে, শুক্রবার নিয়ম ভেঙে পুলিশ এসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব তিনজন আন্তঃরাজ্য ফুটবলার খেলায়। অথচ দু'জনের বেশি আন্তঃরাজ্য ফুটবলার খেলানোর নিয়ম নেই। মীনা খাতুন, যিনি শেষবার মুম্বইয়ের হয়ে খেলেছিলেন, তাঁকে ইস্টবেঙ্গল মীনা বেগম নামে সই করিয়ে স্থানীয় ফুটবলার বলে ইস্টবেঙ্গলে ম্যাচ খেলায়। সেমিফাইনালে পুলিশ এসিকে টাই ব্রেকারে হারিয়ে ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে। এরপরই অবৈধভাবে ফাইনালে ওঠা নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে।

অবৈধ ফুটবলার খেলা নিয়ে আইএফএ-র বৈঠক
অবৈধভাবে ফুটবলার খেলানো নিয়ে এরপরই আইএফএতে বৈঠক হয় বলে জানা গিয়েছে। যেখানে সভার উপস্থিত সদস্যরা, ইস্টবেঙ্গল মীনা খাতুনকে অবৈধভাবে সই করিয়েছে বলে মেনে নেন। ফলে আইএফএ-র নিয়ম অনুযায়ী ইস্টবেঙ্গল দলের নির্বাসিত হওয়ার কথা। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য তথা আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় চাপ তৈরি করতে থাকেন। ম্যাচটি বাতিলের বদলে যাতে শনিবার ফের সেমিফাইনাল ম্যাচ খেলা হয়, সেই জন্য চাপ তৈরি করতে থাকেন।

অন্যায়ের প্রতিবাদে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়
এই অন্যায়ের প্রতিবাদেই আইএফএ-র সচিব পদ থেকে জয়দীপ মুখোপাধ্যায় ইস্তফা দিয়েছেন বলে জানান। অন্যায়ের প্রতিবাদে জয়দীপবাবুর মতো ফুটবল প্রশাসককে সরে যেতে হওয়ার বাংলায় ফুটবলে বড় ক্ষতি হল বলা যেতে পারে।