পুলিশ নপুংসক! হাসপাতালে বেড পাবে না তৃণমূল, কাকে টার্গেট বিস্ফোরক দিলীপ ঘোষের
রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এব্যাপারে তিনি তৃণমূল কংগ্রেসকে ( trinamool congress) হুঁশিয়ারি দেন। ভাঙড়ের বামনঘাটা থেকে একাধিক ইস্যুতে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করেছেন।
লজ্জা লাগছে ২১ বছর তৃণমূল করেছি, সংবর্ধনা সভায় বিস্ফোরক শুভেন্দু

বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ
এদিন সকালে ভাঙড়ে দিলীপ ঘোষের মুখে দলের কর্মীদের ওপরে হামলার অভিযোগ। তাঁর আরও অভিযোগ, যে কর্মীদের মারা হচ্ছে, পুলিশ তাঁদের নামেই কেস দিচ্ছেন। এব্যাপারে তিনি রাজ্যের পুলিশ নপুংসক বলে আক্রমণ করেন।

হাসপাতালে বেড পাবে না তৃণমূল
দলের কর্মীদের ওপর হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, যেদিন বিজেপি মারতে আরম্ভ করবে, সেদিন আর ব্যান্ডেজ বাধার জায়গা থাকবে না। হাসপাতালে বেডও পাবে না তারা। হাসপাতালের বাইরেই তাদের বেড খাটাতে হবে। কোচবিহারে হিংসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের হারার সম্ভাবনা যত বাড়ছে, ততই তারা হিংস্র হচ্ছে। এর পলে রাজ্যে খুনের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্ক প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে শুক্রবার বীরভূমে অনুব্রত মণ্ডল বলেছিলেন, দিলীপ ঘোষ এসে মেরে দেবে, কেটে দেবে বলছে, মানুষ তা বরদাস্ত করবে না। তারাই প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে। অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের পরে সমালোচনার ঝড় ওঠে। দিলীপ ঘোষ এদিন অনুব্রত মণ্ডলকেই জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

পিসি ভাইপোর রাজত্ব চলবে না
দিলীপ ঘোষ এদিন বলেন, রাজ্যে পিসি ভাইপোর রাজত্ব চলবে না। তিনি বলেন, বিজেপি সরকারি পরিষেবা সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে চায়। কিন্তু তৃণমূলের দালাল নেতা, মন্ত্রীরা তা করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। রাজ্যে পিএম কিষাণ প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। পাশাপাশি অন্যদিনের মতো এদিনও তিতিন সুর চড়িয়েছেন, কাটমানির বিরুদ্ধে। তিনি বলেছেন, কৃষকদেরও এখন কালীঘাটে প্রণামী দিতে হয়। তাঁর অভিযোগ, দিদির ভাইরে ৫ টাকায় আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছে।

আক্রমণ অমর্ত্য সেনকেও
এদিন দিলীপ ঘোষ অমর্ত্য সেনকেও আক্রমণ করেছেন। তিনি বলেন উনি যাঁদের হয়ে ব্যাটিং করছেন করুন। এর জন্য বিজেপির কারও সার্টিফিকেট লাগবে না। কিন্তু অমর্ত্য সেনের একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবি,ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি।