• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এনডিএ! কৃষি আইনের ছ্যাঁকায় জেরবার বিজেপি

একে একে শিবসেনা, অকালি দলের মতো ঘনিষ্ঠ শরিকরা বিজেপির হাত ছেড়ে গিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে বিজেপি ছাড়া অন্য কোনও দলের সদস্য নেই। এই আবহেই আরও এক জোটসঙ্গী হারাল বিজেপি। শনিবার এনডিএ-র অন্যতম জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি।

কৃষি আইন নিয়ে বিরোধিতার জেরেই এই সিদ্ধান্ত

কৃষি আইন নিয়ে বিরোধিতার জেরেই এই সিদ্ধান্ত

এদিন আরএলপি জানিয়েছে নতুন কৃষি আইন নিয়ে বিরোধিতার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। উল্লেখিত, নতুন তিন কৃষি আইন ও চলমান কৃষক বিক্ষোভ মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের কঠোর অবস্থান নিয়ে অনেক দিন ধরেই সরব ছিল হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন আরএলপি। এর আগে গত সপ্তাহেই হনুমান বেনিওয়াল কৃষকদের প্রতিবাদের সমর্থনে তিন-তিনটি সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছিলেন।

কী বলেন বেনিওয়াল

কী বলেন বেনিওয়াল

এনডিএ ছাড়ার পর বেনিওয়াল বলেন, কৃষি আইন যখন পাস হয়, সেই সময় তিনি সংসদে ছিলেন না। তাঁর অভিযোগ তিনি যাতে সংসদে আসতে না পারেন, তার জন্য তাঁকে ভুয়ো করোনা পজিটিভ রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছিল। তিনি লোকসভায় থাকলে কৃষি বিল ছিঁড়ে ফেলে দিতেন।

প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়াতে 'দিল্লি চলো'র ডাক

প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়াতে 'দিল্লি চলো'র ডাক

এদিকে প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়াতে দিল্লি চলোর ডাক দিয়েছেন বেনিওয়াল। তিনি জানান, দুই লক্ষ কৃষক সমেত দিল্লি যাবেন তিনি। উল্লেখ্য, এর আগে কৃষ আইন নিয়ে বিরোধিতা করে এনডিএ ছেড়েছিল পাঞ্জাবের শিরমণি অকালি দল। এই পরিস্থিতিতে বেনিওয়ালের অনডিএ ত্যাগ সমীকরণের দিক দিয়ে অত বড় ধাক্কা না হলেও, এনডিএ জোট যে হুমকির মুখে, তা স্পষ্ট।

রাজস্থানের স্থানীয় নির্বাচনের সমীকরণ

রাজস্থানের স্থানীয় নির্বাচনের সমীকরণ

সম্প্রতি রাজস্থানের স্থানীয় নির্বাচনে বিজেপির হাত ছেড়ে একা লড়েছিল বেনিওয়ালের দল। তবে তাতে বিজেপির কোনও লোকসান হয়নি। বরং কংগ্রেসকে চাপে ফেলে ভালো ফল করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে দেয় বিজেপি। ২০টির মধ্যে ১৪টি জেলা পরিষদও দখল করে গেরুয়া শিবির। তাই বেনিওয়ালের একা চলার নীতি প্রশ্নের মুখে পড়ে দলের অন্দরেই। এবার তাই নিজের শক্তি প্রদর্শন করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে দিল্লি চলোর ডাক বেনিওয়ালের।

English summary
Rajasthan's Hanuman Beniwal's RLP qits NDA on disagreement over Farm laws and farmers protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X