হায়দরাবাদ: রক্তচাপ নিয়ে এখনও উদ্বেগ কাটেনি। শনিবার সকালের মেডিক্যাল বুলেটিনে প্রকাশ্যে এল সেই তথ্য।
শুক্রবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে তাঁর। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শুক্রবার সকালেই তাঁকে ভর্তি করা হয়েছে।
তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে বুলেটিনে জানানো হয়েছে। শুক্রবারের থেকে ভালো আছেন তিনি। এখনও পর্যন্ত তাঁর শারীরিক পরীক্ষায় উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শনিবার ফের তাঁর কিছু পরীক্ষা হবে। সন্ধেয় মিলবে রিপোর্ট।
তাঁর শারীরিক অবস্থার দিকে সারাদিমনই বিশেষ নজরে থাকবে চিকিৎসকদের। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আপাতত তাঁকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। রক্তচাপ দেখে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে তাঁর একটি ছবির শ্যুটিংয়ের চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে আইসোলেশনে রেখেছিলেন রজনী।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.