• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীঘ্রই আমেরিকাকে ছাপিয়ে শীর্ষে চিন! করোনা অতিমারীর জেরে বদল বিশ্ব অর্থনীতিতে

আগামী কয়েক বছরেই আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের শীর্ষ স্থানীয় অর্থনীতি হিসাবে স্থান করে নিতে চলেছে চিন। করোনা অতিমারীর জেরে মার্কিন অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেন্টার ফর ইকোনোমিক্স এণ্ড বিজনেস রিসার্চ তাদের বার্ষিক রিপোর্টে চিনের এই উত্থানের পূর্বাভাস দেওয়া হয়।

মহামারীর জেরে বিশ্ব অর্থনীতিতে পতন

মহামারীর জেরে বিশ্ব অর্থনীতিতে পতন

শনিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়, করোনা মহামারীর জেরে বিশ্ব অর্থনীতিতে পতন হলেও চিনের পক্ষে এটা লাভদায়ক হয়েছে। প্রতিযোগিতার ক্ষেত্রে চিন সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে দ্রুত ঘুরে দাঁড়ালেও চিনের সঙ্গে টেক্কা দিতে পারবে না আমেরিকা। আমেরিকাকে ছাপিয়ে শীর্ষ স্থানে উঠে আসতে চলেছে চিন।

তৃতীয় স্থানে উঠে আসবে ভারত

তৃতীয় স্থানে উঠে আসবে ভারত

এদিকে ২০৩০ সালের শুরু পর্যন্ত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থান ধরে রাখবে জাপান। তবে ওই বছরের শেষের দিকে দেশটিকে পিছনে ফেলে সেই স্থান দখল করবে ভারত। এই আবহেই এশিয়া মহাদেশ ও বিশ্বে মার্কিন একাধিপত্যকে ক্রমেই চ্যালেঞ্জ জানাচ্ছে চিন৷ এদিকে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবে।

চিনকে ঠেকাতে ভারতের ভূমিকা

চিনকে ঠেকাতে ভারতের ভূমিকা

চিনকে ঠেকাতে ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চিন থেকে পণ্য আমদানি আমাদের দেশ থেকে রপ্তানির প্রায় তিন গুণ। এই অবস্থাতে আমাদের উচিত এই আমদানির কোনও বিকল্প খুঁজে বের করা এবং এ দেশে এই সব পণ্য কম খরচে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা।

চিনের দাদাগিরি আটকাতে ভারতের পদক্ষেপ

চিনের দাদাগিরি আটকাতে ভারতের পদক্ষেপ

ইতিমধ্যেই চিনের দাদাগিরি আটকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া তাদের নিজেদের দেশের আইনে পরিবর্তন এনেছে। ড্রাগনের আগ্রাসী মনোভাব রুখতে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত কোয়াড-কে আরও কঠোর পদক্ষেপ করতে হবে। কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যতটা দ্রুত সম্ভব পাকিস্তান এবং চিন ছাড়া অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক উন্নতি করা।

English summary
China to surpass US Economy within 2028 due to covid 19 pandemic, as India to climb to third spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X