নয়াদিল্লি: আবারও আলোচনা। এর আগে পাঁচ বার নিস্ফলা আলোচনার পর ষষ্ঠবারে কি জট কাটবে? কৃষি আইন বাতিলের দাবিতে লক্ষ লক্ষ কৃষক যে অবস্থান করছেন সেখান থেকে এই প্রশ্ন ঘুরছে সরকারের অভ্যন্তরে।
পিটিআই জানাচ্ছে, কেন্দ্র সরকারের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাস ধরে চলা লক্ষ লক্ষ কৃষকদের ৪০টি সংগঠন ফের আলোচনায় সবুজ সংকেত দিল। মঙ্গলবার হবে বৈঠক।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কিন্তু আন্দোলনরত সংগঠনগুলির দাবি, এই আইন আখেরে কৃষকদের জন্য সর্বনাশ ডেকে আনবে। আইন বাতিল করতেই হবে।
শনিবার দিল্লি ও হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে কৃষক সংগঠনগুলি পারস্পরিক আলোচনায় বসে। পরে সরকারের কাছে চিঠিতে মঙ্গলবার বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জানান, কৃষকদের জমি জোর করে অধিগ্রহণ করা হবে না। কিষাণ নিধি প্রকল্পের আওতায় ৯ কোটি কৃষকদের একাউন্টে ১৮ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেন তিনি।অন্যদিকে
কৃষক আন্দোলনের চাপে ফের ভাঙন এনডিএ শিবিরে।
এবার জোট ছাড়ল রাজস্থানের আরএলপি। এনডিএ শরিক দলের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল এই ঘোষণা করেছেন। কৃষি আইন বাতিল ইস্যুতে আগে এনডিএ জোট ছেড়েছে পাঞ্জাবের শিরোমনি অকালি দল।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.