• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অভিষেক মার্কশিটে সিরাজকে লেটার, ক্যাচ মিসের ফায়দা তুলতে মরিয়া তরুণ গিল

  • |

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারত যে চালকের আসনে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেছে অজি শিবির। ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়ালকে হারিয়েও স্বস্তিতেই রয়েছে টিম ইন্ডিয়ার। যার কৃতিত্ব কিছুটা হলেও অভিষেক হওয়া দুই ক্রিকেটারের ওপর বর্তায়। মহম্মদ সিরাজ ও শুভমান গিলের পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

সিরাজকে লেটার মার্কস

সিরাজকে লেটার মার্কস

ভারতীয় দলের জার্সি গায়ে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। চোটে ছিটকে যাওয়া মহম্মদ শামির পরিবর্তে মেলবোর্নে খেলার সুযোগ পেয়েছেন তিনি। প্রথম দেখাতেই কার্যত কামাল করলেন ডেবিউট্যান্ট। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ১৫ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সিরাজ। ভয়ঙ্কর মার্নাস লাবুসানে ও ক্যামেরন গ্রিন তাঁর শিকার হয়েছেন। ফলে তাঁকে লেটার মার্কস দিতে রাজি হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ। কয়েক মাস আগে বাবাকে হারিয়েও দেশের স্বার্থে অস্ট্রেলিয়ায় পড়ে থাকা সিরাজের পারফরম্যান্সে আবেগপ্রবণ হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।

নজর কাড়লেন গিল

নজর কাড়লেন গিল

দেশের হয়ে যে প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, তা শুভমান গিলের সাবলীল শুভমান গিলকে দেখে বোঝা গেল না। মেলবোর্নের মতো মাঠে প্যাট কামিন্সের আগুনে পেস, সুইংয়ের সামনে শুরুতে কিছুটা নড়বড়ে দেখালেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পান পাঞ্জাব তনয়। ওয়ান ডে-র মেজাজে ৩৮ বলে ২৮ রান করে অপরাজিত রয়েছেন গিল। পাঁচটি সুদর্শন চার আসে তাঁর ব্যাট। মুখোমুখি মোকাবিলায় মানসিকতা এবং টেকনিকের নিরিখে পৃথ্বী শ-এর থেকে শুভমান গিল অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি ক্রিকেট প্রেমীদের একাংশের।

ক্যাচ মিস না কাল হয়

ক্যাচ মিস না কাল হয়

প্যাট কামিন্সের বলে চার মেরে খাতা জাতীয় দলের হয়ে টেস্টে খাতা খোলেন শুভমান গিল। ওই ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন টিম ইন্ডিয়ার ওপেনার। সেকেন্ড স্লিপে ক্যাচ ফেলে দেন মার্নাস লাবুসানে। সেই সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর শুভমান গিল।

চাপে অস্ট্রেলিয়া

চাপে অস্ট্রেলিয়া

ভারতীয় বোলারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে ভারতীয় ক্রিকেট দল। ফলে চাপে রয়েছে অস্ট্রেলিয়া।

English summary
Mohammed Siraj and Shubman Gill proves themselves in Melbourne test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X