চোটে বাইশ গজের বাইরে আরও এক ভারতীয় বোলার! আইপিএল ২০২১-এর আগে মাঠে নয়!
মহম্মদ শামির মতোই চোটের কারণে এখনই মাঠে নামতে পারবেন না টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ তো দূর, আইপিএল ২০২১-এর আগে তিনি বাইশ গজে ফিরতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ। তাদের বক্তব্য, ম্যাচ ফিট হতে আরও ভুবির আরও সময় লাগবে।

এনসিএ-তে ফিটনেস ট্রেনিং
পায়ের চোট নিয়ে গত অক্টোবর থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশনে রয়েছে ভুবনেশ্বর কুমার। আগের থেকে অনেকটা সুস্থ হওয়ায় ভুবিকে ২০২১-এর জানুয়ারিতে সেখান থেকে ছুটি দেওয়া হবে। এরপর তাঁকে বাড়িতেই ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে হবে।

কবে ফিরছেন ভুবি
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী তিন মাসের বাইশ গজে ফিরতে পারছেন না ভুবনেশ্বর কুমার। ২০২১-এর মার্চে আইপিএল শুরু হলে, একমাত্র সেখানেই অংশ নিতে পারবেন টিম ইন্ডিয়ার ৩০ বছরের ফাস্ট বোলার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেই ভুবনেশ্বর
ম্যাচ ফিট না হওয়ায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র পরামর্শ মতো ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দলে অন্তর্ভূক্ত করেনি উত্তরপ্রদেশ। ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ৩১ জানুয়ারিতে শেষ হবে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

ভুবনেশ্বরের চোট
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল ২০২০ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। এনসিএ-তে প্রায় তিন মাস কসরত করার পর কিছুটা হলেও ছন্দে ফিরেছেন ভুবি।
ফুটবলার নিতে এটিকে মোহনবগানের কাছে আগ বাড়িয়ে আবেদন করবে না ইস্টবেঙ্গল!