মেগা না মিনি! আইপিএল ২০২১ নিলামের ভবিষ্যত কী? কবে বসবে আসর?
বৃহস্পতিবার আহমেদবাদে বিসিসিআইয়ের ৮৯তম বার্ষিক সাধারণ সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে আইপিএল ২০২১-এর নিলাম নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে খবর। সেক্ষেত্রে কবে এবং কোথায় ক্রিকেটার কেনাবেচার আসর বসবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও, এই ইস্যুতে সভায় আলোচনা হয়েছে বলে খবর। ঠিক কী আলোচনা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে এবং কোথায় হবে আইপিএল ২০২১-এর নিলাম
২০২১ সালের আইপিএলের নিলাম কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে বিসিসিআইয়ের বৃহস্পতিবারের সভায় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। তারপরেই আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

এ যাত্রায় মিনি নিলাম
৮৯তম বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ২০২১ সালের আইপিএল আট দলেই হতে চলেছে। ফলে এ যাত্রায় যে মেগা নিলামের আসর বসবে না তা প্রায় নিশ্চিত। অতিমারীর আবহে সময় সঙ্কুলানের জন্য তাদের এই ভাবনা বলে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

মেগা নিলাম কবে
বৃহস্পতিবার আহমেদাবাদে হওয়া বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় ঠিক হয়েছে যে ২০২২ সালের আইপিএলে নতুন দুটি দলের অন্তর্ভূক্তি ঘটবে। তখন মেগা নিলাম যে আবশ্যক, তাও জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই নিলামে বিভিন্ন দলের ক্রিকেটাররা জার্সি বদল করবেন বলে জানানো হয়েছে।

মিনি নিলাম থেকে কার সুবিধা
২০২১ সালের আইপিএলে মেগা নিলামের সম্ভাবনা বিসিসিআই উড়িয়ে দেওয়ায় সবচেয়ে বেশি সুবিধা হল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুই দল আইপিএল ২০২০-এর চ্যাম্পিয়ন ও রানার্স। মেগা নিলাম না হলে গত মরসুমের দলই কমবেশি এবারও ধরে রাখতে পারবে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার শিবির। যা দুই দলের কাছে বড় পাওনা হতে চলেছে।
ঋদ্ধির পরিবর্তে ঋষভ, বক্সিং ডে টেস্টে অভিষেক গিল-সিরাজের, ফিরলেন জাদেজাও