নয়া করোনা স্ট্রেন আতঙ্কের জের! ৮১১ জন ব্রিটিশ পর্যটকের খোঁজ চালাচ্ছে রাজস্থান সরকার
ব্রিটেনে নয়া করোনা স্ট্রেনের আগমণের হাত ধরে গোটা ভারতেই বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে ১ ব্রিটেন ফেরত মহিলার শরীরে নয়া করোনা স্ট্রেনের উপস্থিতি সম্পর্কে জানা গিয়েছে। অন্যদিকে কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে বিমান বন্দরে কয়েকশো ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে ২০ জনের শরীরে করোনা ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তবে সেগুলি নয়া করোনা স্ট্রেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এমতবস্থায় এবার উদ্বেগ বাড়াচ্ছে রাজস্থানও।


সূত্রের খবর, ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনের আতঙ্কের জেরে ৮১১ জন ব্রিটিশ পর্যটকের খোঁজ চালাতে শুরু করেছে রাজস্থান সরকার। তাঁর হাত ধরে রাজ্যে নয়া করোনার ঢুকে পড়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতেই এই খোঁজ বলে জানা যাচ্ছে। মূলত গত দুমাসে ব্রিটেন থেকে যে সমস্ত পর্যটক রাজস্থানে পা রেখে তাদেরই খোঁজ চালাচ্ছে সরকার। পাশাপাশি এই বিশেষ বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। ওই সমস্ত পর্যটকদের তালিকায়ও কেন্দ্রের তরফে রাজস্থানের পর্যটন বিভাগকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই এই তালিকায় রাজস্থানের সমস্ত জেলাশাসকের অফিসেও পাঠানো হয়েছে বলে খবর। সেই অনুযায়ী তাদের চিহ্নিত করে আইসোলেশন ও করোনা টেস্টের কাজ সাড়া হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৩৩৩ জন ব্রিটিশ পর্যটক রয়েছেন শুধুমাত্র জয়পুরেই, পাশাপাশি যোধপুরে রয়েছেন ৭৩ জন, আজমেড়ে ৭০ জন, আলওয়ারে ৪৮ জন, উদয়পুরে ৪৩ , কোটায় ৩৯ এবং ঝুনঝুনুতে ২৪। তবে গোটা পরিস্থিতিই এখন নিয়ন্ত্রণে রয়ছে, তাই রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে।
বিজেপির হেভিওয়েট সাংসদ কি এবার দলবদলের পথে! একুশের আগে জল্পনা তুঙ্গে