স্টাফ রিপোর্টার , কলকাতা : পূর্বাভাস মতই কমছে উত্তরবঙ্গের তাপমাত্রা। হাওয়া অফিসের তথ্য এমনটাই জানাচ্ছে। আবার পূর্বাভাস বলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুই দিন হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৭.০ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস , মালদহ ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কেমন ছিল? জানা যাচ্ছে আসানসোলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ১০ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর ১১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ৯.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আসানসোলে ১০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.