• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপিতে নবাগতরা কে কীভাবে কাজ করবেন? শুভেন্দু-বরণের পরই হবে নির্ধারণ

এক সপ্তাহ হয়ে গেল শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এখনও বঙ্গ বিজেপির তরফে কোনও সংবর্ধনার ব্যবস্থা করা হয়নি। শেষমেশ শনিবার শুভেন্দুকে বরণ করে নেবে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন বিজেপির, এবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরে তাঁকে সংবর্ধনা দেবে দল।

শুভেন্দুকে নতুন অফিসে সংবর্ধনা দেবে বিজেপি

শুভেন্দুকে নতুন অফিসে সংবর্ধনা দেবে বিজেপি

মুকুল রায় থেকে শোভন-বৈশাখী যোগ দেওয়ার পরও বঙ্গ বিজেপি ঘটা করে তাঁদের সংবর্ধনা দিয়েছে। মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায়রা যোগ দিয়েছিলেন দিল্লিতে। তারপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের বরণ করে নিয়েছিলেন বঙ্গ ইউনিটে। শুভেন্দু তার আগে বিজেপির কর্মসূচিতে সক্রিয় হওয়ার পর আলোচনা শুরু হয়েছিল তবে কি তাঁকে সংবর্ধনা দেবে না বিজেপি?

রীতি মেনেই বিজেপি বরণ করে নেবে শুভেন্দুকে

রীতি মেনেই বিজেপি বরণ করে নেবে শুভেন্দুকে

সেই জল্পনায় জল ঢেলে বিজেপি জানিয়ে দিল শনিবারই সংবর্ধনা দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে। এর আগে তৃণমূলের হেভিওয়েট যে সমস্ত নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছিল মুরলিধর লেনের সদর কার্যালয়ে। শুভেন্দুকে সংবর্ধনা দেওয়া হবে হেস্টিংসের কার্যালয়ে, যে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে গিয়েছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বিজেপিতে নবাগতরা কে কোথায় কীভাবে কাজ করবেন?

বিজেপিতে নবাগতরা কে কোথায় কীভাবে কাজ করবেন?

বিজেপি সূত্রে খবর, শনিবার এক বৈঠকের আয়োজন করা হয়েছে বিজেপির নির্বাচনী কার্যালয়ে। বিজেপিতে নবাগতরা কে কোথায় কীভাবে কাজ করবেন, কোথায় সক্রিয় হবেন, তা শনিবারের বৈঠকে ঠিক করবে বিজেপি নেতৃত্ব। সেই মর্মে হেস্টিংসের কার্যালয়ে আসবেন শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া অন্যান্যরা।

সংবর্ধনার পরই বৈঠক বিজেপির নবাগতদের নিয়ে

সংবর্ধনার পরই বৈঠক বিজেপির নবাগতদের নিয়ে

শুভেন্দুর পাশাপাশি সংবর্ধনা দেওয়া হবে দলে যোগ দেওয়া ৯ বিধায়ক, সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকেকে। এছাড়া শুভেন্দুর সঙ্গে আর যে সমস্ত নেতারা অমিত শাহের মেদিনীপুরের সভায় যোগদান করেছিলেন, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়ে হেস্টিংসের অফিসে। বিজেপিতে যোগদানকারীদের সংবর্ধনা দেওয়াই রেওয়াজ। বৈঠকের পাশাপাশি সেই অনুষ্ঠানও সেরে দিতে চাইছে বিজেপি।

কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, মিথ্যা প্রচার চলছে, কৃষক আন্দোলন নিয়ে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

English summary
BJP will welcome new coming leaders with Suvendu Adhikari and give charge before 2021 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X