• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মেলবোর্নে এখনও পর্যন্ত কতগুলি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া ও প্রতিপক্ষ দল, কী বলছে পরিসংখ্যান?

  • |

আর কয়েক ঘণ্টার মধ্যে মেলবোর্নে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। বিশ্বের অন্যতম সেরা দুই টেস্ট দলের মধ্যে ব্যাট ও বলের লড়াই কতটা আকর্ষণীয় হয়, তা তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক মেলবোর্নে মোট কয়টি টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। কতগুলি শিবির প্রতিপক্ষ শিবির জিতেছে, সেদিকেও নজর রাখা হবে।

মেলবোর্নে এখনও পর্যন্ত কতগুলি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া ও প্রতিপক্ষ দল, কী বলছে পরিসংখ্যান?

১) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত ১১২টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে।

২) মেলবোর্নে এখনও পর্যন্ত ৬৪টি টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ৩১টি ম্যাচ জিতেছে সফরকারী দল। এই মাঠে ১৭টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।

৩) ২০১৬ সালে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৮ উইকেট হারিয়ে ৬২৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এই মাঠে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ দলগত স্কোর।

৪) মেলবোর্নে টেস্টের এক ইনিংসে সর্বনিম্ন ৩৬ রান রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। ১৯৩২ সালে লজ্জাজনক কাণ্ড ঘটিয়েছিল প্রোটিয়া শিবির।

৫) মেলবোর্নে টেস্টের এক ইনিংসে সর্বাধিক ৩০৭ রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার রবার্ট কাউপারের। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এই কীর্তি গড়েছিলেন তিনি।

৬) ১৯৭৯ সালের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের এক ইনিংসে ৮৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সরফরাজ নওয়াজ। ১৯০৪ সালে মেলবোর্ন টেস্টে ১২৪ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের উলফ্রেড রোডস।

English summary
Test matches records in Melbourne Cricket Ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X