করোনা যুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে দেশ! 'সংক্রমণ শূন্য' দিন মুম্বইয়ের ধারাভিতে
করোনা যুদ্ধে ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দেশের মধ্যে যে জায়গাটি করোনা সংক্রমণে ক্ষেত্রে সব থেকে বড় হটস্পট আকাড়ে দেখা দেয়, সেটি হল মুম্বই। আর এ মুম্বইয়ের ধারাভিকে নিয়ে সব থেকে বেশি ভয় ছিল বিশেষজ্ঞদের। ১ এপ্রিল ধারাভিতে প্রথমবার করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপর থেকে এই প্রথমবার করোনা শূন্য দিন দেখল ধারাভি।

এশিয়ার সবথেকে জনবহুল বস্তি হল ধারাভি। সেখানে বাসিন্দার সংখ্যা সাড়ে ৬ লক্ষ। জনবহুল হওয়ায় সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। উদ্বেগ বাড়তে শুরু করে ধারাভিকে কেন্দ্র করে। গত এপ্রিলে প্রথমবার ধারাবিতে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল৷ তার পরের মাসে সংখ্যাটা আবার বাড়ে৷ বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১২-তে নেমে এসেছে।
শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৮০, মোট আক্রান্ত ১৯ লক্ষ ৫১ হাজার৷ উদ্ধব ঠাকরের রাজ্যে প্রাণ গিয়েছে ৪৯ হাজার মানুষের৷ নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমণ পৌঁছে গিয়েছে ১ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৮৪৬ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৯২ জনের।
গোটা দেশে মোট সংক্রমণের মধ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ২ লক্ষ ৮১ হাজার ৯১৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লক্ষ ১৭ হাজার ৮৩৪ জন। এরমধ্যে শেষ ২৪ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৪ হাজার ৬৬১ জন।