নয়াদিল্লি: ভারতের বাজারে ক্রমেই জনপ্রিয় হচ্ছে একের পর একস্মার্ট ওয়াচ। আর সেই কারণেই বহু  কোম্পানি নিয়ে এসেছে নিত্য নতুন মডেলের স্মার্টওয়াচ। আগামী ২৬ ডিসেম্বর থেকে ভারতের বাজারে শুরু হবে amazgift gts 2 mini smartwatch এর প্রি বুকিং।

ভারতের বাজারে এই স্মার্ট ওয়াচের দাম স্থির করা হয়েছে ৬৯৯৯ টাকা। জানা গিয়েছে চারটে আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্ট ওয়াচ। পাশপাশি জানা গিয়েছে দ্রুত এই স্মার্ট ওয়াচের প্রি বুকিং শুরু হবে। আর আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এই প্রি বুকিং। এর আগেও ভারতের বাজারে আনা হয়েছিল একাধিক স্মার্ট ওয়াচ।

এবারে ফের লঞ্চ করা হল এই নতুন স্মার্ট ওয়াচ। আর দ্রুত তা জনপ্রিয় ই কমার্স সাইট থেকে পাওয়া যাবে। যদিও আগেই লঞ্চ করা হয়েছিল এই amazgift gts 2 mini smartwatch। আর তা আনা হয়েছিল cny 699 দামে। এবারে ভারতের বাজারে শুরু হল এই স্মার্ট ওয়াচের প্রি বুকিং।

জানা গিয়েছে এই স্মার্ট ওয়াচে থাকবে ১.৫৫ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। জানা গিয়েছে এতে থাকবে অ্যালুমিনিয়ামের বরম। ফলে তা যে কোন ধরনের দুর্ঘটনা থেকে সহজে রেহাই পাবে। এতে থাকবে একাধিক মোড। যা ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন। এছাড়া এতে থাকবে হার্ট রেট মনিটরের সুবিধাও। পাশপাশি রক্তে অক্সিজেনের হারের মাত্রাও জানা যাবে এই স্মার্ট ওয়াচের সাহায্যে। এতে থাকবে ২২০ mah ব্যাটারির সুবিধা। ফলে দীর্ঘক্ষন ধরে ব্যবহার করা যাবে এই স্মার্ট ওয়াচ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।