বঙ্গের কৃষকদের দুর্দশার কারণ খোদ মমতাই, টুইটারে কী লিখলেন অমিত মালব্য
বাংলার কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে ফের মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। গোটা দেশের কৃষকরা টাকা পেলেও বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন তাঁর একমাত্র কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর ইগোর কারণেই রাজ্যের কৃষকদের এই দুর্দশা বলে টুইটে লিখেছেন অমিত মালব্য। প্রসঙ্গত উল্লেখ্য আজই দেশের ৯ কোটি কৃষকদের হাতে প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্পের পরের কিস্তির টাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে কৃষি আইনের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাকে আক্রমণ অমিত মালব্যর
রাজ্যে একুশের ভোটের দায়িত্বে অমিত মালব্যকে পাঠিয়েছেন অমিত শাহরা। তারপর থেকেই মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন বিজেপি নেতা। বড়দিনের সকালে অমিত মালব্য টুইট করে বঙ্গের কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে টুইট করেন অমিত মালব্য। দেশের কৃষকরা টাকা পেলেও বাংলার কৃষকরা টাকা পাচ্ছেন না। কৃষকদের তালিকা এখনও তৈরি করে দেয়নি রাজ্য সরকার। পিসির ইগোর কারণেই বঙ্গের কৃষকরা দুর্দশা শিকার হচ্ছেন।

কৃষক আন্দোলনকে সমর্থন মমতা
মোদীর নয়া কৃষি আইনের বিরোধিতায় কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানায় ৫ সাংসদকে পাঠিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায় সহ একাধিক সাংসদ। তাঁরা গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। এবং ফোনে কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের ভারত বনধকেও সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশ জুড়ে কৃষক আন্দোলন
কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে কৃষকরা আন্দোলন শুরু করেছে। বিশেষ করে পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা পথে নেমে বিরোধিতা শুরু করেছেন। যতদিন না মোদী সরকার নয়া কৃষি আইন প্রত্যাহার করছেন ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তাঁরা। যতদিন মোদী সরকার থাকবেন ততদিন এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কথা মোদীর
বড়দিনের সকালে দেশের ৯ কোটি কৃষকদে কৃষক নিধি প্রকল্পের টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ হাজার কোটি টাকার কিস্তি প্রদান করেন মোদী। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের সরাসরি আক্রমণ শানিয়ে কৃষকদের ব্যবহার করে রাজনীতির অভিযোগ তুলেেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কৃষক আন্দোলনের মাঝে মোদীর আগেই পারদ চড়ালেন অমিত শাহ! এমএসপি নিয়ে দিলেন বড় বার্তা