লাভ জেহাদের ‘ভুয়ো’ অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার কিশোর, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
দেশজোড়া বিতর্কের মাঝেই ইতিমধ্যেই লাভ জেহাদ বিরোধী আইন পাশ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। আর তারপর থেকেই এই আইন বলে একাধিক গ্রেফতারি নিয়ে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে নতুন নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েও। এবার লাভ জেহাদ ও গিন্দু কিশোরীকে জোর করে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার হল উতরপ্রদেশের বিজানৌরের এক মুসলিম যুবক। ১৫ ডিসেম্বর গ্রেফতারির পর থেকে সে এখনও জেলবন্দী রয়েছে বলেই জানা যাচ্ছে।

এদিকে পুলিশের দাবি কিশোরির বাবার তরফে দায়েক করা অভিযোগের ভিত্তিতেই ওই কিশোরের বিরুদ্ধে লাভ জেহাদের অভিযোগ আনা হয়েছে। যদিও লাভ জেহাদ বা বলপূর্ব ধর্মান্তকরণের সমস্ত অভিযোগই অস্বীকার করেছে খোদ কিশোরিটিই। এমনকী মেয়ের সুরে কথা বলতে দেখা গিয়েছে মাকেও। সূত্রের খবর, কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের বিজানৌরের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই কিশোর-কিশোরী। ওই দিন রাতেই বাড়ি ফেরার পথে তাদের উপর আচমকা হামলা চালায় একদল লোক। বেধড়ক মারধরের পর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
পরবর্তীতে পুলিশই স্বতঃপ্রণোদিত হয়ে কিশোরের বিরুদ্ধে লাভ জেহাদের অভিযোগ আনে বলে খবর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কিশোরীর গ্রামপ্রধান বিনোদ সাইনি। চোর ভেবেই ওই দিন রাতে কিশোর-কিশোরীকে ভুল করে গ্রামবাসীরা মারধর করে ফেলেন বলে জানান তিনি। এর সঙ্গে ধর্মান্তকরণের কোনও সম্পর্ক। এদিকে সূত্রের খবর, কিশোরীর বাড়ি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই 'অভিযুক্ত’ কিশোরের বাড়ি। একইসাথে তারা দীর্ঘদিন থেকেই একে অপরের পরিচিত বলে জানা যাচ্ছে। এমতবস্থায় লাভ জেহাদ বিরোধী আইনের অপ্রয়োগ নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা।
অনন্য নজির গড়ে পথ দেখাল সিপিএম! কেরলে তিরুবনন্তপুরমের মেয়র ২১ বছরের বামপন্থী ছাত্রী