• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জম্মু ও কাশ্মীরে ৩ শ্রমিকের হত্যায় দোষী সেনা অফিসার! চাঞ্চল্য উপত্যকায়

  • |

জম্মু ও কাশ্মীরের বুকে এক সেনা অফিসারকে রাজৌরিতে ৩ শ্রমিকের হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ৩ শ্রমিককে জঙ্গি হিসাবে তুলে ধরা হচ্ছিল বলে খবর । তবে জুলাই মাসেই সেই ঘটনায় জানা যায়, যাঁদের জঙ্গি ভেবে এনকাউন্টার হয়, তাঁরা মূলত শ্রমিক।

জম্মু ও কাশ্মীরে ৩ শ্রমিকের হত্যায় দোষী সেনা অফিসার! চাঞ্চল্য উপত্যকায়

যে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে রাজৌরিতে , তাঁদের মধ্যে একজন ১৬ বছরের নাবালক। জুলাই মাসের এই ঘটনায় সেপ্টেম্বরে তদন্ত এগিয়ে যেতে থাকে। সেই সময় উঠে আসতে থাকে একাধিক প্রমাণ। প্রত্যক্ষদর্শীরা মুখ খুলতে থাকেন। এরপর প্রমাণগুলি সেনার নর্দান কমান্ডের কাছে পাঠানো হয়। তারপরই তদন্তের ক্ষেত্রের একাধিক তথ্য যায় ভারতীয় সেনার কাছে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই, রাজৌরির অমশিপোরাতে ৩ জনের এনকাউন্টার হয়। জানা য়ায়, ৬২ রাষ্ট্রীয় রাইফেলের তরফে এই এনকাউন্টারে কয়েকজন সেনা জওয়ান ছিলেন। এরপর সাংবাদিক সম্মেলন করে প্রথমে জানানো হয়, ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে । যদিও তদন্তের পর জানা গিয়েছে, নিহত ৩ জন শ্রমিক। ঘটনায় জড়িত এক সেনা অফিসার।

English summary
Amshipora killing update, an army officer of Major Rank has found culpable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X