মোদী ‘অর্ধ-সত্য এবং বিকৃত সত্য’ দিয়ে বিভ্রান্ত করছেন, কৃষক বঞ্চনা বিতর্কে খোঁচা মমতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'অর্ধ-সত্য এবং বিকৃত সত্য' দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রীর সমালোচনার। প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম চালু না করে বঞ্চিত করেছে কৃষকদের।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে
মমতা তার উত্তরে লেখেন, "যখন আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এতগুলি প্রকল্প বাস্তবায়ন করছি, তখন কৃষকদের উপকারী কোনও প্রকল্পে সহযোগিতা করব না কেন। প্রধানমন্ত্রীর ওই সমালোচনা অযৌক্তিক বলে মনে হয়। সত্য এটাই যে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনীতি করার জন্যই এসব করেছে।

কৃষকদের স্বার্থে কেন্দ্রের সাথে সহযোগিতা করতে প্রস্তুত
মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক লাভের জন্য প্রোপাগান্ডা করছে। তিনি পশ্চিমবঙ্গ কৃষকদের স্বার্থে কেন্দ্রের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। আমি ব্যক্তিগতভাবে দুটি চিঠি লিখেছি এবং দু'দিন আগেও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা সহযোগিতা করতে অস্বীকার করছেন।

৮৫ হাজার কোটি টাকা বকেয়া ঋণের একাংশ মেটাতে হবে
মমতা বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সহায়তা করার জন্য কিছুই করছে না। শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যেও রাজনৈতিক অভিষন্ধি ছিল। তারা এখনও ৮৫ হাজার কোটি টাকা বকেয়া ঋণের একটি অংশও দিতে পারেনি। এর মধ্যে শুধু ৮ হাজার কোটি টাকা জিএসটি বকেয়া রয়েছে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি স্কিম বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা
মমতার কথায়, মোদী যদি সত্যিই রাজ্যকে সহায়তা করতে চান, তবে তাকে অবশ্যই এই তহবিলের কমপক্ষে একটি অংশ বকেয়া মেটাতে হবে। আমরা আমাদের প্রয়োজনের জন্য সবরকম চেষ্টা করছি। কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি স্কিমটিকে বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা বলে তিনি বর্ণনা করেন।

বিজেপির হেভিওয়েট সাংসদ কি এবার দলবদলের পথে! একুশের আগে জল্পনা তুঙ্গে