কলকাতা: করোনা সংক্রমণে বাংলার স্বস্তি৷ একদিনে কমল মৃত ও আক্রান্তের সংখ্যা৷ তারফলে বাড়ল সুস্থতার হার৷
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১,৫৪১ জন৷ বৃহস্পতিবার ছিল ১,৫৯০ জন৷ তবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৪৪ হাজার ৭৫৫ জন৷
একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের৷ বৃহস্পতিবার ছিল ৩২ জনের৷ তুলনামূলক একদিনে কমেছে মৃতের সংখ্যা৷ তবে সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩৬ জন৷
তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার৷ ২৪ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৫ শতাংশ৷ তবে এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৩,২১৭ জন৷ হোম আইসোলেশনে রয়েছেন ১১ হাজার ৮৩০ জন৷ আর সেফ হোমে মাত্র ১৪৬ জন৷
রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,৯৫৪ জন৷ বৃহস্পতিবার ছিল ২,০৫৪ জন৷ বুধবার ছিল ২,১৫৩ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ২০ হাজার ৪৭০ জন৷ ফলে সুস্থতার হার বেড়ে ৯৫.৫৪ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১৫ হাজারের নিচে নেমে এল৷ যা বাংলার স্বস্তি৷ তথ্য অনুযায়ী,১৪ হাজার ৭৪৯ জন৷ বৃহস্পতিবার ছিল ১৫ হাজার ১৯৩ জন৷ তুলনামূলক ৪৪৪ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় ৬৯ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৬৮ লক্ষ ৯৬ হাজার ৯৬৭ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৭৬,৬৩৩ জন৷ একদিনে ৪০ হাজার ৮৯ টি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৮ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,তা আগের দিন সকাল ৯ টা থেকে তার পরের দিনের সকাল ৯ টা পর্যন্ত পরিসংখ্যান৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.